শিরোনাম
পৃথিবীর ইতিহাসে এমন অকৃতজ্ঞ জাতি কি আছে!
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৮, ২০:৩৯
পৃথিবীর ইতিহাসে এমন অকৃতজ্ঞ জাতি কি আছে!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৪ সালের অক্টোবর মাসে আমার গবেষণা কাজে আমি এখানকার এক শরণার্থী শিবিরে তার ইন্টারভিউ নিয়েছিলাম। সে এসছে পাকিস্তান অংশের কাশ্মীর থেকে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম


-পাকিস্তানে ফেরত যাবে কখনো?
-নিশ্চয় যাবো! তবে পাকিস্তানে না, স্বাধীন কাশ্মীরে।


আমি একটু অবাক হয়েই তাকে জিজ্ঞেস করেছি


-তোমার কি মনে হয় কাশ্মীর কখনো স্বাধীন হবে?
-নিশ্চয় হবে। বেলুচিস্তানের মানুষজনও স্বাধীনতা চায়। ওরাও স্বাধীন হবে একদিন। আমাদের স্রেফ শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা দরকার।


কোনো পাকিস্তানির মুখ থেকে এমন কিছু শুনার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। তবে চলে আসার সময় আমি তাকে শুভ কামনা জানিয়ে এসছি।


চার বছর পর আজ আমি তাকে এমনিতেই একটা ই-মেইল করেছিলাম জানার জন্য - সে কেমন আছে, এখন কোথায় থাকে।


লোকটা উত্তর দিয়েছে। সে লিখেছে


- আমি এখনো ইউরোপেই আছি শরণার্থী হিসেবে।


আমরা বাংলাদেশিরা কতোটা সৌভাগ্যবান, আমাদের বঙ্গবন্ধু’র মতো একজন নেতা ছিল। একটা স্বাধীন দেশ পেয়েছি। দেশে দেশে আমাদের শরণার্থী হয়ে থাকতে হচ্ছে না। জগতের স্বাধীনতা প্রত্যাশী মানুষগুলো তার মতো একজন নেতা খুঁজে বেড়াচ্ছে স্বাধীন হবার আশায়।


আর আমরা কিনা তাকে হত্যা করলাম। শুধু তাই না, তাকে হত্যা করে কিছু মানুষ নেচে-গেয়ে বেড়িয়েছে, কেউ মহা আনন্দে উৎসব করেছে; সেই মানুষ গুলোই আবার স্বাধীন দেশে এমপি-মন্ত্রী হয়ে বসে আছে!


পুরো পৃথিবীর ইতিহাসে এমন অকৃতজ্ঞ জাতি আর একটাও আছে কিনা আমার অন্তত জানা নেই।


আমিনুল ইসলামের ফেসবুক থেকে নেয়া

বিবার্তা/আমিনুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com