শিরোনাম
আহা! ভালো মানুষগুলো যদি আজীবন বেঁচে থাকতো…
প্রকাশ : ০৭ আগস্ট ২০১৮, ১৬:১৮
আহা! ভালো মানুষগুলো যদি আজীবন বেঁচে থাকতো…
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রয়াত মেয়র আনিস ভাইয়ের কথা খুব করে মনে হচ্ছে।


তখন আমার বয়স আরও খানিকটা কম। গিয়েছি এক টেলিভিশনে কথা বলতে। সেখানে আনিস ভাইও ছিলেন।


এতো নামকরা মানুষ। টেলিভিশনে উনার অনুষ্ঠান দেখতে দেখতে বড় হয়েছি। নামকরা ব্যবসায়ি, সেই সঙ্গে ঢাকার মেয়র।


আমার সব সময়ই ধারণা ছিল, অর্থবান মানুষদের এক ধরনের রাশভারী ভাব থাকে। অবাক হয়ে আবিষ্কার করলাম, তিনি নিজ থেকেই হাসি হাসি মুখে আমার সঙ্গে পরিচিত হলেন।


প্রথম পরিচয়েই তিনি এমনভাবে কথা বলছিলেন, আমার মনে হচ্ছিলো দীর্ঘদিনের পরিচিত।


অনুষ্ঠান শেষে তিনি আমাকে বলেছিলেন, তুমি বেশ চমৎকার করে গুছিয়ে কথা বল! দেশে চলে আসো, এক সঙ্গে কাজ করি।


তিনি হয়ত স্রেফ কথার কথা বলেছিলেন। আমি খানিক সঙ্কোচের সঙ্গেই তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। চলে আসার সময় তিনি নিজ থেকেই বলেছিলেন, দেখা হবে নিশ্চয় আবার।


উনার সঙ্গে যতটুকু সময়ই কথা বলেছি, মনে হয়েছে আমার আপনার মতো খুব সাধারণ মানুষ। একবারও মনে হয়নি বড় ব্যবসায়ি কিংবা ঢাকার মেয়র।


উনার সঙ্গে আমার অবশ্য আর দেখা হয়ে উঠেনি। এর মাঝেই তিনি প্রয়াত হয়েছেন।


এখন শুনতে পাচ্ছি ঢাকা শহরে কয়েকটা কোম্পানির কাছে বাস চালানোর দায়িত্ব দেয়া হতে পারে বলে একটা পরিকল্পনা চলছে।


আনিস ভাই দায়িত্ব নেয়ার পর সব সময়ই এটি চেয়েছিলেন। আরও কতো প্ল্যান ছিল উনার! অথচ কিছু অসাধু রাজনীতিবিদ, নেতা আর ব্যবসায়ির কারণে বার বার প্ল্যানগুলো থেমে গিয়েছে!


আহা! ভালো মানুষগুলো পৃথিবীতে বেশি দিন থাকে না।


তবে আমার একটা প্রস্তাব আছে। অনেকগুলো কোম্পানি না; একটা কোম্পানির কাছেই দায়িত্ব দেয়া যেতে পারে। ইউরোপে কিন্তু বেশিরভাগ শহরে সাধারণত একটা কোম্পানিই লোকাল বাস সার্ভিস দিয়ে থাকে।কিংবা ঢাকার ক্ষেত্রে দু’টো কোম্পানিকে দেয়া যেতে পারে। ঢাকা উত্তরের জন্য একটা কোম্পানি আর দক্ষিণের জন্য আরেকটা কোম্পানি।


উত্তরের বাসগুলো হতে পারে হলুদ কিংবা নীল রঙের আর দক্ষিণের হতে পারে লাল কিংবা সবুজ। আর যারা উত্তর থেকে দক্ষিণে যাবে তারা একটা পয়েন্টে এসে বাস চেঞ্জ করবে।


আনিস ভাই, বড্ড মিস করছি আপনাকে। আমার ধারণা আপনি যদি বেঁচে থাকতেন, তাহলে আপনি ঠিকই রাজপথে নেমেই ছেলেমেয়েগুলোর সঙ্গে কথা বলে এই আন্দোলন সামাল দেয়ার চেষ্টা করতেন।


দক্ষিণেও একজন মেয়র আছে, তার অস্তিত্ব অবশ্য টের পাওয়া যাচ্ছে না।


আমিনুল ইসলামের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com