শিরোনাম
বার বার থমকে দাঁড়াই
প্রকাশ : ১৭ মে ২০১৮, ০৩:৪৮
বার বার থমকে দাঁড়াই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বার বার থমকে দাঁড়াই এই ছবিটির সামনে। তাকিয়ে থাকি সেই শেখ হাসিনার দিকে- মা বাবা ভাই সহ প্রায় সকল স্বজন হারানো তিনি যখন দাড়িয়ে আছেন ধানমন্ডি ৩২ নাম্বারের সামনে।


তখন কিভাবে স্থির ছিলেন বঙ্গবন্ধুর কন্যা? সিড়ি আর দেয়ালে রক্তের দাগ, মা বাবা আর শিশু ভাইটির রক্তধারা আলাদা ভাবে চেনা যাচ্ছে না যে বাড়িটিতে। তিনি সেই বাড়ীটি দেখছেন-প্রবল বৃষ্টির মাঝেও রাষ্ট্র তাকে অনুমতি দেয়নি বাড়িটিতে প্রবেশের। সেদিন বৃষ্টি আর বঙ্গবন্ধুর কন্যার চোখের জল এক হয়ে মিশেছিলো বাংলাদেশের মাটিতে।


অন্তরের অন্তস্থল থেকে নির্গত জলধারা তাকে দাড় করিয়েছিলো ইতিহাসের সামনে-আর ইতিহাস তার দায়িত্ব তুলে দিয়েছিলো জাতিরজনকের কন্যার কাঁধে। দায়িত্ব নিয়ে তিনি হেটেছেন ইতিহাসের নির্ধারিত পথেই।



চলার পথে পথে পাথর ছড়ানো শুধু নয়, গ্রেনেডও ছড়ানো ছিলো। সেই পথযাত্রার এতোগুলো বছর পার হলেও আজো থামেনি সেই অশ্রুধারা- কমেনি পাথরচাপা শোকের কষ্ট।


অঞ্জন রায়ের ফেসবুক থেকে


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com