শিরোনাম
বন্ধ হোক এই প্রহসন
প্রকাশ : ১১ মে ২০১৮, ২২:৫৪
বন্ধ হোক এই প্রহসন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাননীয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতধরে প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফিরে পাক তার হারানো ঐতিহ্য। স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের পাতানো নাটকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে বরাবরের মতো ধোয়াশায় রেখে যারা ঘোলা পানিতে ইলিশ বোয়াল পাঙ্গাস ধরার অশুভ খেলার পাঁয়তারা করেছেন তাদের কষ্টটা আজ মাননীয় নেত্রী কমিয়ে দিলেন।


নেত্রীকে ভুল বুঝিয়ে শেষ তিনবারের কমিটিতে ভোটের নামে পাতানো নাটকের সিদ্ধান্তটা যে একান্তই ভুল ছিল, এটা অনেক ত্যাগী কর্মীর ভবিষ্যত ধ্বংস হবার পর, দেরিতে হলেও বুঝতে পারায় নীতি-নির্ধারণী মহলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা।


এই নাটকের বলি আমি, আমরা। এখন কে ফিরিয়ে দেবে আমাদের যৌবনের সেই গৌরবময় সোনালী দিনগুলো? জানি কেউ ফিরিয়ে দিতে পারবেনা। কারণ যারা নিজেদের স্বার্থে ধ্বংস করেছে তারা কখনো সৃষ্টি করতে জানে না।


যারা পাতানো ভোটে নিজেদের নির্বাচিত বলে সন্তুষ্টির ঢেঁকুর গিলতে স্বাচ্ছন্দ বোধ করেন, তাদের উদ্দেশ্যে বলি- ভোট নামের পাতানো নাটকের মাধ্যমে নেতা হওয়ার চাইতে প্রিয় নেত্রীর সিদ্ধান্তে নেতা হওয়াটা অনেক বেশি গৌরবের। এই পাতানো খেলায় আজ আমাদের মতো অনেক নিবেদিত ছাত্রলীগ কর্মীর জীবনের গতিপথ পাল্টে গেছে।


যারা ভোট নামক পাতানো নাটকের মাধ্যমে শতশত ত্যাগী কর্মীর জীবন ধ্বংস করেছে, এইসব কর্মীদের দীর্ঘঃশ্বাসে এতো বেশি অভিশাপ ইতোমধ্যে আপনারা কামিয়েছেন যার ফল আপনাদের তিন পুরুষ ধ্বংসের জন্য যথেষ্ট!


ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক প্রিয় নেত্রীর সিদ্ধান্তেই সৎ, ত্যাগী, যোগ্য, হাইব্রিড এবং জামায়াত-বিএনপির এজেন্ট অনুপ্রবেশকারীমুক্ত কমিটি হবে সেই প্রত্যাশা করি।


মাদকমুক্ত, ভাই লীগ মুক্ত, ছাত্রলীগ হোক জননেত্রী শেখ হাসিনার।একজন সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে এটাই আমার প্রত্যাশা।


খায়রুল হাসান জুয়েলের ফেসবুক থেকে​


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com