শিরোনাম
আমাদের পরিবার পৃথিবী বদলানোর ধারাবাহিতা বজায় রাখবে
প্রকাশ : ০৪ মার্চ ২০১৮, ১৬:৪০
আমাদের পরিবার পৃথিবী বদলানোর ধারাবাহিতা বজায় রাখবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এরকম ঘটনা সবার সাথে হয়। আপনি একটি স্বাভাবিক দিন কাটাচ্ছেন, হঠাৎ একটা ফোন বা মেসেজ আসলো, আপনার কাছের কেউ অসুস্থ, তাকে দেখতে আপনাকে হাসপাতালে যেতে হবে।


সাধারণত এটি হয় হার্টের অসুখ, স্ট্রোক কিংবা এ জাতীয় অন্য কিছু। কিন্তু না, আমার ব্যাপারটি এ রকম কিছু না। আজ আমার পরিবারের একজন সদস্য হামলার শিকার হয়েছেন।


গণমাধ্যমগুলো সরাসরি সম্প্রচার করেছে - কীভাবে তাঁকে জরুরি বিভাগে নেয়া হচ্ছে, কীভাবে তাঁকে আক্রমণ করা হলো, ঠিক যেনো হলিউডের সিনেমা। আমার নিউজফিড ইতোমধ্যে ভরে গিয়েছে ট্রল, বুদ্ধিজীবীদের বক্তব্য, মতামত আর দোয়ায়।


আমি শুধু চাই আমার চারপাশের মানুষগুলো এদেশে নিরাপদে থাকুক। কিন্তু বাস্তবতা ভিন্ন।


আমার জন্য এটা রাজনীতি না বা নীতি না বা আদর্শ না। এটা আমার পরিবার। এবং আমি বলবো, আমার পরিবার প্রচণ্ড মাত্রায় শক্তিশালী এবং অবিশ্বাস্য রকমের সহনশীল। ব্যাপার না, যা কিছু আসুক - হতে পারে সেটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, পাশবিক আক্রমণ, এমনকি মৃত্যু - আমাদের পরিবার পৃথিবী বদলানোর ধারাবাহিতা বজায় রাখবে। কথাগুলো মস্তিষ্কে নিয়ে নিন।


নুহাশ হুমায়ূনের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com