শিরোনাম
কষ্ট হয়, বড্ড কষ্ট হয়
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৭, ১৫:৫৩
কষ্ট হয়, বড্ড কষ্ট হয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ছাত্রলীগ পৃথিবীর বৃহত্তম ছাত্র সংগঠন, অথচ এর নিজস্ব কোনো ফান্ড নাই, আয়ের উৎস নাই, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, অর্থ সম্পাদক থাকলেও তার কোনো কাজ নাই।


ছাত্রলীগের একটি নিজস্ব ফান্ডের কথা ফেসবুকে, বর্ধিত সভায়, সাধারণ সভায় বহুবার বলেছি।


হ্যাঁ, হু, দেখছি, ভাবছি পর্যন্তই...


গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে সংগঠনের নেতা-কর্মীদের নিয়মিত মাসিক চাঁদার ভিত্তিতে দলীয় ফান্ড সংগ্রহের কথা উল্লেখ আছে। আমরা দাবি করি, ছাত্রলীগের নেতা-কর্মীর সংখ্যা প্রায় ৫০ লাখ। এর মধ্যে ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ ১০ লাখ নেতা-কর্মীও যদি নিজ নিজ ইউনিটের অর্থ সম্পাদকের মাধ্যমে মাসে সর্বনিম্ন ১০ টাকা করে সংগঠনের এর ফান্ডে জমা করে, আর সবার সংগ্রহ যদি কেন্দ্রীয় অর্থ সম্পাদকের তত্ত্বাবধানে থাকা ফান্ডে জমা হয়, তবে প্রতি মাসে কমপক্ষে ১/২ কোটি টাকা জমা হবে। এর পাশাপাশি ফান্ডের সদ্ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সাবেক স্বচ্ছল অগ্রজগণও মুক্তহস্তে ডোনেশন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।


সংগৃহীত অর্থ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীদের সুচিকিৎসা, গরীব-অসহায় নেতা-কর্মীদের মেধাবৃত্তি প্রদান, লেখাপড়ার ব্যয়ভার বহন, আপদ-বিপদে অর্থ সাহায্য, এমনকি সংগঠনের বাইরের কোনো জনকল্যাণকর মহতী উদ্যোগেও ছাত্রলীগ শামিল হতে পারবে, যা ছাত্রলীগের ইতিবাচক ভাবমূর্তি বহুগুণ বৃদ্ধি করবে!


এটা কোনো দিবাস্বপ্ন নয়, সহজেই বাস্তব্য। শুধু প্রয়োজন অন্তঃপ্রাণ সদিচ্ছা আর একটু কার্যকর উদ্যোগ।


এত গর্ব-অহংকারের ছাত্রলীগ! সংগঠনের কেউ হতাহত হলে, রোগাক্রান্ত হলে তখন অসহায় এতিমের মত দ্বারে দ্বারে হাত পাতে। খুব কষ্ট লাগে, মনের অজান্তেই হীনমন্যতায় ভুগী!


হলে যখন থাকতাম, শিবির ধরা পরলে দু'চারটা চড়-থাপ্পড় দিয়ে বের করে দিলে পরদিন শুনতাম শিবির কর্মীটি ইসলামী ব্যাংক হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছে। জামাত-ছাত্রশিবির তার চিকিৎসার সব ব্যয়ভার বহন করছে! আর আমার ছাত্রলীগের কোনো নেতা-কর্মী শিবিরের হামলায় হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেলে, শরীর রক্তাক্ত, ক্ষত-বিক্ষত হলে তার জায়গা হয় ঢাকা মেডেকেলের বারান্দায় বা পঙ্গু হাসপাতালের করিডোরে!


দেখার যেন কেউ থাকে না। অসহায় বাবা-মা ভিটেমাটি, সহায়-সম্বল বেঁচেও সন্তানের চিকিৎসার ব্যয়ভার মেটাতে অক্ষম। চোখের পানি, অসহায়ের মত নিরুপায় হয়ে অন্যের দাক্ষিণ্য অনুগ্রহ কামনায় হাত পাতে!


কষ্ট হয়, বড্ড কষ্ট হয়।


গোলাম রাব্বানীর ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com