শিরোনাম
সিপিবির জন্য শুভকামনা
প্রকাশ : ২৯ অক্টোবর ২০১৬, ১১:৪৬
সিপিবির জন্য শুভকামনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমি সরাসরি রাজনীতি থেকে সরে এসেছি আজ প্রায় ১৫ বছর। এক সময় সমাজ বদলের স্বপ্ন নিয়ে রাস্তায় ছিলাম, যদি বলি আজো আছি। জীবনের সবচেয়ে সুন্দর সময় যখন স্বাভাবিক নিয়মে আমার বয়সীদের ব্যস্ত থাকার কথা, একটা ভালো রেজাল্টের চিন্তা, একজন প্রতিষ্ঠিত বা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুদর্শন যুবকটির প্রেমে পড়ার চিন্তা, আমি তখন সাদামাটা জীবনকে ব্রত করার ধ্যানে মগ্ন।


ধীরে ধীরে আমার ধ্যানে ও জ্ঞানে পরিবর্তন আসতে শুরু করলো, বদলেও ফেললাম নিজেকে। আজকে আমি আর দশজনের মতোই একজন সাধারণ নাগরিক, যার একমাত্র চাওয়া একটি সুন্দর ও সভ্য দেশের নাগরিক হিসাবে নিজেকে দেখা। তবে হ্যাঁ, রাজনীতি আমাকে ছাড়েনি, দিন বদলের গান এখনো আমাকে টানে। আর সেই টানেই গতকাল বৈরী আবহাওয়া সত্বেও ছুটে গিয়েছিলাম সিপিবির একাদশ কংগ্রেস দেখতে।


প্রচণ্ড বৃষ্টি আমাকে এবং আমার মত অনেককেই আটকে দিয়েছিল মূল প্যান্ডেল থেকে কয়েক গজ দূরে। দূর থেকেই শুনছিলাম বক্তাদের বক্তব্য। আমার বিশেষ আকর্ষণ ছিলো জসীম উদ্দীন মণ্ডলের বক্তব্য, ইচ্ছা ছিলো উনাকে একদম কাছ থেকে দেখার। পারিনি, তবে অত্যন্ত স্বল্প পরিধির বক্তৃতা শুনেছি। শুনেছি আরো অনেকের কথা।


পরিবর্তন কিছু আসেনি। সেই একই কথা, একই স্টাইল, একই রাগ আর একই ক্ষোভ। এই মানি না, সেই মানি না। এ দালাল ও দালাল। এর বিরুদ্ধে আন্দোলন, তার বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি। ঠিক যেমনটি শুনতাম আজ থেকে ১২/১৩ বছর আগে। এই এতগুলো বছরে অনেক কিছু বদলেছে। সমাজের গতি প্রকৃতি বদলেছে, নদীর আকৃতি বদলেছে, বাংলাদেশের সীমানা বদলেছে। ক্ষমতাশীল দলগুলির চিন্তা চেতনা ও রাজনৈতিক চর্চায় বদল এসেছে কিন্তু আমাদের বামপাড়ার বাসিন্দাদের কিছুতেই কিছু পরিবর্তন আসেনি।


আমি হতাশ বলবো না কারণ আমি কিছু আশা করে যাইনি, তবে ভালো লাগতো যদি তারা তাদের চিন্তার প্যাটার্নে এবং ক্রিয়াকর্মে পরিবর্তনের ছোঁয়া দেখাতে পারতেন। হয়তো আমার মতো অনেকেই আকৃষ্ট হলেও হতে পারতো।


আফসোস, এভাবেই দিনে দিনে তারা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে থাকছে। গণ্ডি ছেড়ে বেরিয়ে আসাটা কতটা যুগের দারব তা বুঝতে মনে হয় আরো কয়েক যুগ লেগে যাবে। তারপরেও এই দুর্দিনে তারা কংগ্রেস করে দেখাচ্ছে, সেই বা কম কীসে? শুভ হোক সামনের পথচলা। নবচেতনার উদয় হোক।


লীনা পারভীনের ফেসবুক থেকে


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com