শিরোনাম
ঢাবির সনদে ম্যাথম্যাটিকসের জায়গায় স্ট্যাটিসটিকস!
প্রকাশ : ০৭ মে ২০১৭, ১৪:০৩
ঢাবির সনদে ম্যাথম্যাটিকসের জায়গায় স্ট্যাটিসটিকস!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আমার মাস্টার্সের সার্টিফিকেটে অ্যাপ্লাইড ম্যাথম্যাটিকসের জায়গায় লেখা অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস। ভুল করলে ম্যাথম্যাটিকস বানান ভুল হতে পারে। কিন্তু গাঁজা না খেলে ম্যাথম্যাটিকস স্ট্যাটিসটিকস হতে পারে না।

 

আমি তো খারাপ ছাত্র আমার কথা বাদ। প্রতিবছর কার্জনের প্রায় ২০০ ছেলেমেয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যায়। তাদের মধ্যে অন্তত ১০০ জন মাত্রাতিরিক্ত বিড়ম্বনায় পড়ে। মার্কশিট নয়তো সার্টিফিকেট নয়তো অন্য যেকোনো ভুলের কারণে অনেকের জীবন থেকে একটা বছর হারিয়ে যায়। আমাদেরই জিয়া হলের ছোটভাই আতার যেমন অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি (হবে কেমিক্যাল) ইঞ্জিনিয়ারিং লিখে এক বছর নষ্ট করে দিয়েছিল।

 

এমন উদাহরণ দিতে গেলে শেষ হবে না। তাই অফ যাই। শুধু এটুকু জানি আমার পরিচিত এমন কেউ নেই যে রেজিস্টার বিল্ডিংয়ে গিয়ে হয়রানির শিকার হয়নি। রেজিস্টার বিল্ডিংয়ে এমন লোক খুব কমই আছে যাদের সময়মতো অফিসে পাওয়া যায়।

 

রেজিস্টার বিল্ডিংয়ে চাকরির যোগ্যতা হচ্ছে-

- নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের লোক হতে হবে।

- অথবা এমন বাপের পুত্র হতে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে সারা জীবন চাকরির পাশাপাশি জামাতের রাজনীতি করেছে।

- এখন একটা ইজম চলে গ্রেটার ঢাকা ইজম।  

 

অযোগ্যতা: ছাত্রলীগের কেউ অনার্স মাস্টার্স পাস করে এখানে আবেদন করলে অযোগ্য ঘোষিত হবে।

 

রকিব হাসানের ফেসবুক পেজ থেকে

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com