শিরোনাম
লেখার আ‌গে ভাবুন, কেন লি‌খ‌ছেন?
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৭, ১৬:৪৭
লেখার আ‌গে ভাবুন, কেন লি‌খ‌ছেন?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিজেকে ভিনগ্রহের মানুষ মনে হচ্ছে। গত এক সপ্তাহ ধরে ফেসবুকে একের পর এক যেসব বিষয় নিয়ে আলোচনা চলছে, খ্যাতিমান কী সাধারণ, সবাই যেভাবে সেসব বিষয়ে লিখছে তাতে নিজেকে ভয়ঙ্কর বোকা এবং একা লাগছে। বাঙালিরা কী নিয়ে ভাবে, কী নিয়ে আলোচনা করে দেখে অবাক হ‌চ্ছি। আচ্ছা আমাদের দেশে কী লেখার বলার কিংবা ভাবার আর কোনো বিষয় নেই?


ওহে ভাই বোনেরা চোখ মেলুন। চারপাশ দেখুন। মাথা খাটান। বিবেক জাগ্রত করুন। আরেকজনের জন্য ভাবুন। দেখবেন মাথা খারাপ হয়ে যাবে এই সমাজ, মানুষ, দ‌েশ, রাষ্ট্র নি‌য়ে। আমি অবাক হ‌য়ে ভা‌বি, কোথায় আজ তরুণ‌দের বন্যার্তদের পা‌শে থাকার কথা, তা‌দের নি‌য়ে গান-কনসার্ট হওয়ার কথা, সমা‌জের অন্যায় অ‌বিচার ভা‌লো-মন্দ নি‌য়ে আলোচনার কথা, সত্য‌কে সত্য আর মিথ্যা‌কে মিথ্যা বলার কথা, নানা সমস্যা সম্ভাবনা নি‌য়ে ভাবার কথা কিন্তু সেগু‌লোর বদ‌লে হুজুগ‌ে বাঙালির প্রোফাইল ভিজছে ফ্লোর, নোয়াখালী কিংবা গোলাপের মতো অর্থহীন ইস্যুতে। সব‌কিছু ধ্বংস হওয়ার আ‌গে চলুন, নিজের বিবেকটা জাগাই। কিছু লেখার আ‌গে ভাবুন কেন লি‌খ‌ছেন? বলার আ‌গে ভাবুন কেন বল‌ছেন? ভালো থাকুন সবাই।


শরীফুল হাসানের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com