শিরোনাম
অদ্ভুত এক লেখাপড়া
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ২০:৩০
অদ্ভুত এক লেখাপড়া
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আপনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পড়াশুনা করে মোটামুটি ভালো রেজাল্ট নিয়ে বের হলেন। তবে আপনি যেহেতু শিক্ষকদের তেল দিতে পারেননি, তাই ফার্স্ট ক্লাস ফার্স্টও হতে পারেননি; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াও সম্ভব হলো না! আপনার যেহেতু রাজনীতির জোর নেই কিংবা কোনা মামা-চাচা নেই; তাই খুব ভালো একটা চাকরি পাওয়াও সম্ভব হলো না! বিসিএসেও হচ্ছে না। কারণ, আপনি বিশ্ববিদ্যালয় জীবনে নিজের সাবজেক্টের পড়াশুনা নিয়ে ব্যস্ত ছিলেন। নিজের সাবজেক্টের অনেক কিছুই আপনি জেনেছেন, রেজাল্টও হয়েছে মোটামুটি। এর বিনিময়ে আপনি হয়তো কোনো রকমে একটা সাধারণ চাকরি জুটিয়ে জীবন পার করে দিচ্ছেন। কেউ না চেনে, না জানে আপনাকে! সমাজে আপনার অবস্থান, কোনোভাবে জীবন পার করে দেয়া আর দশজন মানুষের মতোই!


আরেকজন জীবনভর ফুল, পাখি, লতা-পাতার নাম মুখস্ত করে, বিশ্বর সবচেয়ে উঁচু পাহাড় কিংবা লম্বা রাস্তার নাম জেনে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছে। দেশের পত্রপত্রিকাগুলো তাকে নিয়ে আলাদা খবর করে, তার সাক্ষাৎকার ছাপা হয় দেশসেরা পত্রিকায়। এভাবে দেশের মানুষের কাছে সে বনে যায় সত্যিকারের ‘হিরো!’


আমাদের যে বেসিকে সমস্যা, সেটা কেউ বুঝতে পারছে না। একটা সমাজ কাকে 'হিরো' হিসেবে দেখছে, কাকে 'আইডল' হিসেবে উপস্থাপন করছে; তার ওপর নির্ভর করে সেই সমাজ কতোটা অগ্রসর!


আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশুনাকে রীতিমত নিরূৎসাহিত করছি। কেবল একটা সার্টিফিকেট নেয়ার জন্য ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কারণ তারা জানে, এই সার্টিফিকেট দিনশেষে কোনো কাজে আসবে না।


দেশের নামকরা প্রতিষ্ঠানগুলোকে এক্সপার্ট হিসেবে বিদেশিদের নিয়ে আসতে হয়। কোটি কোটি মানুষের এই দেশে আমরা এক্সপার্ট তৈরি করতে পারি না। অথচ দুই-চার লাখ জনসংখ্যার দেশ থেকেও আমাদের এক্সপার্ট আনতে হয়। ওরা পারে, আমরা পারি না। আমরা কেবল তৈরি করি কিছু আমলা, যারা উঁচু পাহাড়ের নাম, আর লম্বা গাছের নাম জেনে ‘এক্সপার্ট’ হয়ে যাচ্ছেন। এর পর ‘লিফট’ কিংবা ‘ক্যামেরা’ দেখার নাম করে সরকারের টাকায় জার্মানি কিংবা সুইডেন ঘুরতে যাচ্ছেন।


আমার অন্তত জানা নেই, পৃথিবীতে এমন একটাও জাতি আছে কিনা, যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়াকে পাশ কাটিয়ে সভ্য কিংবা উন্নত হতে পেরেছে।


আমিনুল ইসলামের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com