শিরোনাম
প্রতীক্ষায় ক্ষণ গুণছি...
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৬, ১৩:৫৯
প্রতীক্ষায় ক্ষণ গুণছি...
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এত এত বাধা ডিঙিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ‘পজিটিভ বাংলাদেশ’, ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘দারিদ্রমুক্ত বাংলাদেশ’, ‘উগ্রবাদমুক্ত বাংলাদেশ'’ প্রভৃতি নানা অভিধায় অধিষ্ঠিত করে বঙ্গকন্যা শেখ হাসিনা যে পারেন তা আজ দেশেবিদেশে সুপ্রতিষ্ঠিত। পারতেই হবে তাঁকে। বাধা যে বিরাজমান সর্বত্র। এই সকল বাধা ডিঙিয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সাংগঠনিকভাবে ম্যাজমেজে দলটাকে চাঙা করতে হবে সর্বতোভাবেই।


দেশজুড়ে এই দলের ত্যাগী আর আদর্শিক নেতাকর্মীর মোটেও অভাব নেই, বরং আছে ভূরিভূরি। একইভাবে অভাব নেই ভুঁইফোড়ঁ, চাটুকার, দুর্নীতিবাজ আর ষড়যন্ত্রকারীরও। চোখ ধাঁধানো আলোকসজ্জাময় ঐতিহাসিক এই সম্মেলনের মাধ্যমে মোহমুক্ত, যোগ্যতা ও তারুণ্যনির্ভর অভিলষিত কমিটি নিশ্চয়ই সে আলো ছড়িয়ে দেবে সবখানে- সেই অভিলাষ লক্ষ-কোটি জনতার মতো আমারও। প্রতীক্ষায় ক্ষণ গুণছি...


কেশব রায়ের ফেসবুক থেকে


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com