শিরোনাম
হাওরের কৃষককে বাঁচান
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৬:৫৩
হাওরের কৃষককে বাঁচান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘ইয়া আল্লাহ্ আর না, আর না, বাঁচাও আল্লা, বাঁচাও!’


বজ্রপাতের গর্জন, প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টি উপেক্ষা করে হাওরের দিকে ছুটছেন আর আহাজারি করছেন সুনামগঞ্জের পীরপুরের কৃষক ইসলাম উদ্দিন। এমন হৃদয়বিদারক দৃশ্য এখন সুনামগঞ্জের হাওর পাড়জুড়েই।


সুনামগঞ্জের হাওর অঞ্চলে এখন চলছে মহাদুর্যোগ! চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হাওরের উঁচু-নিচু সকল এলাকার জমিতে কোথাও ৫-৬ ফুট পানি, কোথাও গলা থেকে হাঁটুসমান পানি। কোনো কৃষকই এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি। বড় হাওরের প্রায় সব-ক’টিই ডুবে গেছে, সাথে ডুবেছে ৬৫ হাজার হেক্টর জমির ফসল আর দরিদ্র কৃষকদের ভাগ্য।



স্মরণকালের ভয়াবহতম এ দুর্যোগের মূল কারণ 'হাওর রক্ষা বাঁধ' সময়মতো না হওয়া, অসময়ে ভারী বর্ষণ এবং পাহাড়ী ঢল।


অনতিবিলম্বে সুনামগঞ্জকে 'দুর্যোগপুর্ণ জেলা' ঘোষণা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি-ঘর মেরামতে বিনা সুদে ঋণদান এবং বীজ ও সার দিয়ে সহায়তা না করলে কৃষকরা বিপন্ন হয়ে যাবে।


কৃষিই আমাদের কৃষ্টি, কৃষক বাঁচলেই বাঁচবে প্রাণের বাংলাদেশ।


গোলাম রাব্বানীর ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com