শিরোনাম
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৫:২৭
ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নি:সন্দেহে এই মুহুর্তে বাংলাদেশ আওয়ামী লীগের বহুল প্রতীক্ষিত ২০তম সম্মেলন ও সম্ভাব্য নেতৃত্ব ভিন্ন অন্য কোনো ইস্যুতে চায়ের কাপে ঝড় তোলার সুযোগ নেই।


সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে সম্মেলন আর নেতৃত্ব নিয়ে নানান সমীকরণ...কে কে নেতা হচ্ছেন, কার পদোন্নতি হচ্ছে, কে সাইজ হচ্ছেন, নতুন কি চমক থাকছে।


একজন ছাত্রলীগ কর্মী আর আওয়ামী লীগের অন্তঃপ্রাণ সমর্থক হিসেবে মন থেকে চাই - অমুকের তমুকের অমকগণ, অরাজনৈতিক আর দুধের মাছিরা এবার পদ প্রাপ্তিতে উপেক্ষিত হোক। প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের ত্যাগী-পরিশ্রমী অগ্রজগণ মূল্যায়িত হোক, যোগ্যতা অনুযায়ী কাঙ্ক্ষিত পদে আসীন হোক।


স্বাভাবিক ভাবেই সবাই যার যার পছন্দের মানুষদের জন্য দোয়া করছে, শুভকামনা জানাচ্ছে। নিজেদের মতো করে তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা চালাচ্ছে। এতে দোষের কিছু নেই।


তবে কিছু অতি উৎসাহী ভাই-বোন আবার সম্মেলন শুরুর পূর্বেই সব পদ ঘোষণা দিয়ে ফেলছেন। বিভিন্ন জনকে বিভিন্ন পদে কনফার্ম করে ফেলছেন। হয়তো প্রিয় নেতার পক্ষে মাঠ গরম রাখার এটাও একটা রাজনৈতিক কৌশল! তবে এর নেতিবাচক প্রভাবও কিন্তু রয়েছে।


সারা দেশের কোটি কোটি আওয়ামী সমর্থক যে সম্মেলনের জন্য তীর্থের কাকের ন্যায় অপেক্ষার প্রহর গুনছে, তাদের আগ্রহে পানি ঢেলে সম্মেলনের মহাত্ম্য আর তাৎপর্যকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করা সম্ভবত কোনো আওয়ামী সমর্থকের জন্যই সমীচীন নয়! এখানে সবাই তো আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক, সব একই নৌকার সওয়ারী। সুতরাং দলীয় শৃঙ্খলা বিনষ্ট আর নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ও মনোমালিন্য সৃষ্টির মতো এহেন বিতর্কিত কাজ থেকে সবার বিরত থাকাই শ্রেয়।


যাই হোক, প্রত্যাশা করি সবাই নিজ নিজ নেতা ও বড় ভাইকে সন্তুষ্ট করতে গিয়ে দলীয় একতা ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টিকরণের মতো সকল কর্ম হতে নিজেকে বিরত রাখবেন। মনে রাখুন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ!


আর প্রাণপ্রিয় নেত্রীর প্রতি আস্থা আছে, এবার তিনি আমাদের মনের ব্যাকুল আকুতিতে সাড়া দেবেন, সকল যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘকাল উপেক্ষিত ছাত্রলীগের সাবেক অগ্রজদের প্রতি সুদৃষ্টি দেবেন।


সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করছি। ছাত্রলীগের সাবেক প্রিয় বড় ভাইদের জন্য শুভকামনা।


গোলাম রাব্বানির ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com