শিরোনাম
নিজেকে অন্যের হাতের খেলনায় পরিণত করিও না
প্রকাশ : ১৬ মার্চ ২০১৭, ১৬:০৩
নিজেকে অন্যের হাতের খেলনায় পরিণত করিও না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেয়ে তুমি ধৈর্যশীল হও। যত বেশি অধৈর্য হইবে, ভোগান্তি ততই বেশি হইবে। বিবাহের বাজারে বয়স যত কম হয়, লেখাপড়া যত কম হয় শশুর বাড়ির লোকজনের নিকট ততই ভালো। কারণ, নরম কাদামাটিকে যেরূপ ইচ্ছা আকৃতি দেয়া সহজ হয়। তুমি নিজেকে অন্যের হাতের খেলনায় পরিণত করিও না। তুমি লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশের পূর্বে বিবাহের চিন্তা করিও না। একজন বেকার স্বামী যেমন তার সংসারে নিগৃহীত হয়, তোমার বেলায় ও সেইরূপই হইবে, ইহা অবশ্যম্ভাবী।


তবে কেন তুমি নিগৃহীত হইবে? কর্ম জীবনে প্রবেশের পুর্বেই বিবাহ করিবে? অর্থ উপার্জনের মাধ্যমে যেমন তোমার আর্থিক স্বাধীনতার পথ সুগম হইবে, তেমনি তা তোমার মানসিক স্বাধীনতার পথকেও প্রশস্ত করিবে।


আরিফা জেসমিন কণিকার ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com