শিরোনাম
ফ্লাইওভার দুর্ঘটনায় আহত প্রকৌশলীর জন্য কয়েক ছত্র
প্রকাশ : ১৪ মার্চ ২০১৭, ১৯:৪৫
ফ্লাইওভার দুর্ঘটনায় আহত প্রকৌশলীর জন্য কয়েক ছত্র
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যেখানে মৌচাক-মগবাজার ফ্লাইওভারের কাজ চলছে সেখান দিয়েই আমাদের চলাচল করতে হয়। ফলে ফ্লাইওভারটি ঘিরে যে ভয়ংকর কর্মযজ্ঞ চলছে তা দেখতে না চাইলেও দৃষ্টি এড়াতে পারি না। ওই এলাকায় বিশাল বিশাল গর্তে সারা বছর পানি ঢেউ খেলে। দেখলে মনে হয় বঙ্গোপসাগরে এসে পড়েছি। উপরে শ্রমিকরা কোনো রকম নিরাপত্তাবেষ্টনী ছাড়াই নির্মাণকাজ করছে। কী ভয়ংকর দৃশ্য! মনে হয় যেন, এই বুঝি মাথায় কিছু একটা এসে পড়লো!


সপ্তাহ দুয়েক আগে বাসার সবাই সিদ্ধান্ত নিলাম, আমরা পারতপক্ষে ওই পথ মাড়াবো না।


আর রবিবার সকাল থেকে দুর্ঘটনার খবর শুনছিলাম এবং হাহুতাশ করছিলাম। বিকালে আমার ছোটবোন গ্রামের বাড়ি থেকে আমাকে ফোন করে জানালো, দুর্ঘটনার শিকারদের একজন হলো আমার বান্ধবী অনুর ছোট ভাই প্রকৌশলী পলাশ। পলাশ ঘটনাস্থলে কর্মরত ছিলো। শিক্ষিকা অনু এখন আমার বোনের সহকর্মী। সে খুব কান্নাকাটি করছে।


ঘটনা জানার পর আমি অনলাইনে নিউজ দেখলাম। পলাশের বাম পা মারাত্মকভাবে জখম হয়েছে ( বাম পা কেটে ফেলতে হয়েছে। আমি পা'য়ের ব্যাপারটি অনেক আগে জানার পরও লিখতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছিল। পরে এডিট করলাম)।


অনুর আরো একজন ভাই কয়েক বছর আগে দুর্ঘটনায় মারা গেছে। অনুর মা সপ্তাহখানেক আগে ওপেন হার্ট সার্জারি করে ঢাকা থেকে বাড়ি গেছেন। অনুর বাবা আমার শ্রদ্ধেয় শিক্ষক বাবু প্রভাত ধর।


পলাশ বিসিএস পাস করে ক'মাস আগে সরকারী প্রকৌশলী হিসেবে যোগ দিয়েছিলো। তার দু'মাস বয়সী একটি সন্তান আছে।


সৃষ্টিকর্তা আমার স্যারের পরিবারকে ধৈর্য ধরার শক্তি দেন - এই কামনা করছি এবং পলাশের সুস্থতা কামনা করছি।


আফরোজা লিলির ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com