শিরোনাম
ছাত্র রাজনীতিতে হাইব্রিড ...
প্রকাশ : ০১ মার্চ ২০১৭, ১৫:১৯
ছাত্র রাজনীতিতে হাইব্রিড ...
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইদানীং রাজনীতিতে হাইব্রিড শব্দটির সাথে আমরা সবাই কমবেশী পরিচিত।হাইব্রিডের সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। বিগত তিন বছর ধরে গাজীপুর নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার কল্যাণে হাইব্রিড সম্পর্কে আমারও নিজস্ব একটা ধারনা তৈরী হয়েছে।


আমার কাছে একজন হাইব্রিডের তিনটি পর্যায় ধরা পড়েছে...


হাইব্রিডের সাথে প্রাথমিক পরিচয় পর্ব :


* বড় কোন নেতার রেফারেন্স নিয়ে আসবে।


* এসেই পোষ্টার/ফেস্টুনের কথা বলবে।


* বিভিন্ন বড় বড় জায়গার পরিচয় দিবে।


পদ প্রাপ্তির পূর্ব পর্যন্ত হাইব্রিডের চাল-চলন :


* ফেসবুকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবে।


* আপনাকে ভাই বানিয়ে জীবন দিয়ে দিতে চাইবে(কেউ কেউ বাপও বানাবে!)।


* আপনাকে সে বলবে এমপি/মন্ত্রী চেনার দরকার নাই তার, আপনিই তার সব।


* সে আরও বলবে ভাই পদের দরকার নাই, মাথায় হাত রাখলেই চলবে।


* ক্ষমতার লোভ বেশি থাকলে সে আপনাকে অর্থের লোভও দেখাবে।


* সর্বোপরি বড় বড় জায়গা থেকেও আপনাকে অনবরত প্রেসারে রাখবে।


পদ প্রাপ্তির পরে জনৈক হাইব্রিড প্রথমত :


* বড় একটা ফুল নিয়ে দেখা করবে, মিষ্টি খাওয়াবে।


* ফেসবুকে ধন্যবাদ দিয়ে পোষ্ট দিবে কয়েকদিন।


* এবারও ফেস্টুন করবে কিছু তবে আপনার ছবি খানিকটা ছোট্ট হবে।


* পদপ্রাপ্তির পর কিছুদিন আপনার সাথে হাই/হ্যালো থাকবে।


পদ প্রাপ্তির পরে জনৈক হাইব্রিড দ্বিতীয়ত :


* পদপ্রাপ্তির কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাকে বিভিন্ন ব্যবসায়িক লাইনের কথাবার্তা বলতে থাকবে।


* যদি ব্যবসায়িক কথায় সাড়া দেন তবে তারে আরো কিছু দিন সাথে পাবেন নচেৎ বিদায়ঘন্টা বাজা শুরু হয়ে যাবে।


* হঠাৎ উধাও হয়ে যাবে, তবে সে কোনো বিপদে পড়লে দেখবেন আপনাকে স্মরণ করবে।


* অনেকদিন পর আপনার সাথে দেখা হলে বলবে পারিবারিক সমস্যা, কেউ অসুস্থতার কথা বলবে, কেউ বা বলবে আর্থিক সমস্যার কথা...


* কেউ দেখবেন বিভিন্ন জায়গায় চাকুরীর তদবিরের জন্য দৌড়াদৌড়ি করবে যেটাই হয়তোবা তার উদ্দেশ্য ছিল।


এসব দিক থেকে নিজেকে আমি ভাগ্যবান মনে করি। কারণ, আমার বড় কোনো ইউনিট প্রধানরা হাইব্রিড নয়(প্রমাণিত)।আমার সাথে হাইব্রিডদের সাক্ষাত ব্যাপক পরিমাণে হলেও আমার হাত দিয়ে খুব অল্প সংখ্যক হাইব্রিড-ই নেতা হয়েছে! তবে যারা হয়েছে তাদের জন্য মন থেকে দোয়া করি তাদের যাতে মহান আল্লাহপাক হেদায়েত দান করেন।


আমি মনে করি যার মধ্যে বিন্দুমাত্র মুজিব আদর্শ থাকবে সে কখনোই হাইব্রিড হতে পারে না। হাইব্রিড তারাই যারা দলীয় পরিচয় শুধু ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করে। তবে আমার কথাগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে।


মজার ব্যাপার হলো, যেসব হাইব্রিডকে পদ-পজিশন দেবেন না পরবর্তীতে যদি তাদের সাথে কোনো জায়াগায় দেখাও হয় তারা আপনার দিকে তাকাবে না। আর যদি চোখে চোখ পড়েও যায়, দেখে না চেনার ভান করবে। এই কথাটা মাঝে মাঝে পদ পাওয়া হাইব্রিডদের ক্ষেত্রেও প্রযোজ্য।


তৌহিদুল ইসলাম দীপের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com