শিরোনাম
ঢাকা শহর কেমন শহর
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৫
ঢাকা শহর কেমন শহর
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাকে আমরা বলি ‘মসজিদের শহর’। কোনো এক গানে বলা হয়েছে, ‘যাদুর শহর’।


সব মুগ্ধতা, ভালোলাগার অবসান ঘটিয়ে ঢাকা এখন শুধু মানুষ আর ময়লার শহর, ধূলার শহর।


যতক্ষণ মানুষ থাকে রাস্তায় ততক্ষণ ময়লা চোখে পড়ে না। মানুষ কমে এলেই বেরিয়ে আসে ময়লা।


স্বাধীনভাবে প্রস্রাব করার শহরের নামও ঢাকা। আইল্যান্ডের চিপায়, ওভারব্রিজের নিচে, ফ্লাইওভারের নির্জনে - সুযোগ পেলেই হিসু করা মানুষ চোখে পড়ে।


নির্লজ্জ মানুষের শহর ঢাকা। শব্দ আর মাস্তানির শহর ঢাকা। জোরে কথা বলার, হর্ন দেয়ার শহর ঢাকা। শিশুদের জন্য নিষিদ্ধ শহর ঢাকা।


যারা আমার সাথে একমত না, তাদের বলব, প্রাইভেট কার ছেড়ে রাস্তায় নেমে দেখুন। তখনই আবিষ্কার করবেন এই ময়লার শহরকে। ময়লাবাবাদের জন্য এ শহর, আমাদের জন্য না ।


শেখ আদনান ফাহাদের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com