শিরোনাম
বরেণ্য লেখকের ভুল বার্তা
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৫
বরেণ্য লেখকের ভুল বার্তা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১০ ফেব্রুয়ারি বিভিন্ন পত্রিকায় বরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের একটি লেখা ছাপা হয়েছে। শিরোনাম - 'বই লেখার গল্প'।


ভালো লেখা, পড়ার মতো লেখা - বলাই বাহুল্য। পড়ছিলামও মনের আনন্দে। কিন্তু শেষ অংশে গিয়ে শুধু হোঁচটই খেলাম না, রীতিমতো আহত হলাম।


তিনি লিখেছেন, একবার ভারতের এক নামী প্রকাশক তাঁর 'আমার বন্ধু রাশেদ' বইটির ইংরেজি অনুবাদ প্রকাশ করতে চায়। কথাবার্তাও অনেক দূর এগিয়ে যায়। শেষ মুহূর্তে এসে প্রকাশক প্রস্তাব দেন, রাশেদ নামটি তাদের দেশে তেমন পরিচিত নয়, তাই নামটি রশিদ করা হোক।


এই প্রস্তাবে ক্ষুব্ধ লেখক প্রকাশকের সঙ্গে চুক্তিই বাতিল করে দিলেন। এর পর প্রকাশক ক্ষমা চেয়ে মেইল করলেন, চুক্তিপত্র করার জন্য অনেক ঝুলোঝুলিও (লেখকের ভাষায়) করলেন। কিন্তু লেখক অনড়, তিনি আর রাজিই হলেন না।


বরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের কাছে আমার বিনীত প্রশ্ন - আপনার নিশ্চয়ই জানা আছে, আপনার লেখায়, কথায় এ দেশের অগণিত তরুণ পাঠক-পাঠিকা প্রভাবিত হয়। সেই তরুণদল এই লেখা থেকে কী বার্তা পেল?


তারা জানলো, একপক্ষের (লেখক) কথাই সবকিছু, অন্যপক্ষের (প্রকাশক) কোনো মতামতই গ্রাহ্য নয়।


দ্বিতীয়ত, ক্ষমা চাইলেও তা গ্রহণ করতে হয় না, নিজের মতেই অটল থাকতে হয়।


আমি কি ভুল বললাম ? ভুল বলে থাকলে করজোড়ে ক্ষমা চেয়ে বলি, আলোচনার ধর্মই হলো, উভয় পক্ষের নানা চাওয়া থাকবে, আলোচনার মাধ্যমে গ্রহণ-বর্জন করে চুক্তি হবে। তা-ই যদি হয়, তবে প্রকাশকের প্রস্তাবে কি বড় ধরনের কোনো অন্যায় কিছু ছিল যে, প্রকাশকের 'ক্ষমা প্রার্থনা ও ঝুলোঝুলির' পরও লেখক রাজি হতে পারলেন না!


বরেণ্য লেখক মুহম্মদ জাফর ইকবালের সমালোচনা বা নিন্দা কিংবা অভিযোগ করা মোটেই আমার উদ্দেশ্য নয়। তাঁর লেখাটির মাধ্যমে পাঠকরা ভুল বার্তা পাবেন বলেই আমার মনে হয়েছে, সেটাই জানালাম মাত্র।


আমার আরো মনে হয়েছে, এরকম ভুল বার্তা প্রদান আমাদের প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের জন্য কোনোভাবেই মানানসই নয়।


হুমায়ুন সাদেক চৌধুরীর ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com