শিরোনাম
আমাদের মালালা
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১৬:৫১
আমাদের মালালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

`প্রেম করেছি বেশ করেছি, করবোই তো’ কলকাতার এই জনপ্রিয় বাংলা ছবির সাথে বদরুলের প্রেমের কোনো মিল নাই। এই ছবির নায়িকার সাথে নায়কের ভুল বোঝাবুঝি, মনকষাকষি, চড়থাপ্পড়, চরম আপত্তিকর প্রেম!


সবই আছে, কিন্তু কোনো রক্তপাত নাই। একেবারে নিরেট রক্তপাতহীন ভালোবাসা। ভালোবাসা হলো আগুনের মতো, যাকে কোনো পাপ স্পর্শ করে না। ক্ষিপ্ত মন, ক্ষিপ্ত প্রেমিক,বদ্রুল্লা!


এই হতভাগ্য, হতচ্ছাড়া বদরুল প্রেমের কারণে কি পাপই না করিয়া বসিল। এ প্রেম নিয়ে লেখা হবে না কোনো গান বা কবিতা। হবে ট্রাজেডি। এ প্রেম বড্ড একপেশে।


ভালোবাসাহীন জীবন ভুল জীবন। জীবনে ভালোবাসাই মানে দুঃখ। মোশারফ করিমের একটা নাটক দেখেছিলাম ‘ছিরিয়াছ একটা কথা আছে'। প্রেমিক করিম তার ভয়, জড়তা, আবেগের কারণে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর আগেই প্রেমিকার বিয়ে হয়ে যায়। শেষে আর বিয়েই করা হয় না। আর তুই কিনা...


শাহরুখ খান আর বদরুলের চরিত্র অনেকাংশে মিল খায়। বাজিগর স্টাইলে। দুই জনই এন্টিহিরো। যে ছবির হিরোই হইলো ভিলেন। খাঁ সাহেব শিল্পাকে কিভাবেই না মারিল। দর্শকমহল এই চরিত্রদোষের কথা বলিল না, বরং চমৎকারভাবে গ্রহণ করিল। এখানে সমাজ পরিবর্তনের দায় সারিল না, বরং বার বার ছবিখানা দর্শক দেখিতে লাগিল। ছবিটি মার মার, কাট কাট। খাঁ সাহেব নেগেটিভ রোল দিয়াই ফিলিম পাড়ায় আগমন, নেগেটিভ রোল দিয়াই খাঁ সাহেব বেজায় হিট। বাংলা ছবির বেলায় তা বিপরীতমুখী। বুড়াবুড়ি হইলে নেগেটিভ রোল, যেমন বাবা, মা, খালা, খালু, নায়িকার বান্ধবী, নায়কের বিপ্লবী সহযোদ্ধা, নয় তো প্রডাকশন বয়!


বদরুল ছাত্রলীগ নেতা ছিল, আমরা তা অস্বীকার করব না, সে যে শিক্ষক ছিল এটাও অস্বীকার করা জো নেই। সে যে কোনো বাবা-মার সন্তান (ছাত্রলীগ করার আগে বা পরে) এটাও অস্বীকার জো নেই! তাহলে শুধুই ছাত্রলীগের নাম কেন আসে! সে অপরাধী - এটাই প্রধান এবং শেষ কথা। সে অপরাধ করেছে তাহা কোনোভাবে মানিয়া নেওয়া যায় না, কখনোই না।


বিচার হওয়ার আগে আপনি কহিলেন সে অপরাধী। হাকিম, মোক্তার, কোটকাচারী কিসের জন্যি! মানববন্ধন, মশাল-মিছিল, সেমিনার, সিম্পোজিয়াম করে কি হয়?


খাদিজার স্বপ্ন এখনও আছে সে লেখাপড়া করে অনেক বড় হবে। মানুষের মতো মানুষ হবে। বাবা-মার স্বপ্ন পূরণ করবে। দেশ ও জাতি গঠনের ভূমিকা রাখবে। সামাজিক সচেতনতায় কাজ করবে, নারীবাদী হয়ে উঠবে। অনগ্রসর বা পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করবে। হয়ে উঠবে সমাজ গঠনের পথপ্রদর্শক। হয়ে উঠবে আমাদের আলোকবর্তিকা। হয়ে উঠবে আমাদের এ প্রজম্মের মালালা।
খাদিজা বোন শিগগির সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসো।


শাহীনুররহমান টুটুলের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com