শিরোনাম
পুরস্কারের নাম ‘মধু পদক’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৬:৩৮
পুরস্কারের নাম ‘মধু পদক’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সেদিন বিকেলের দিকে যশোরের জেলা প্রশাসক আমাকে ফোন করে একটি সুসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০১৭ সালের মাইকেল মধুসূদন সাহিত্য পুরস্কারের জন্য পুরস্কার কমিটি আমাকে মনোনীত করেছেন। আগামী ২৬ জানুয়ারী মধুকবির জন্মস্থান সাগরদাঁড়ির মধুপল্লীতে আনুষ্ঠানিকভাবে আমাকে এই পুরস্কারে ভূষিত করা হবে।


খুব সঙ্গত কারণেই, এই মধুর সংবাদটি জানতে পেরে আমি আনন্দে আত্মহারা হয়েছি। আমি আনন্দিত।


মনে হলো, যে-কবির কবিতা চুরি করে শিশু সাহিত্যপত্র ‘রঙধনু’র সম্পাদকের হাতে ধরা পড়ার মধ্য দিয়ে আমার কাব্যজীবন শুরু হয়েছিল, প্রায় ৬০ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করার পর, এবার আমার মুক্তি মিলেছে। মধুসূদন আমাকে ক্ষমা করেছেন। তাঁর নামে প্রবর্তিত পুরস্কারে আমাকে ভূষিত করার সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।


মহাকবিকে আমার প্রণাম।


যখন আমি মধুসূদনের কবিতা চুরি করেছিলাম, তখন আমার বয়স ছিলো কমবেশি বারো বছরের মতো। এবার যখন তাঁর নামে প্রবর্তিত পুরস্কারে ভূষিত হলাম, তখন আমার বাহাত্তর চলছে। মাঝখানের ষাট বছর, কবি হওয়ার জন্য, মনে হয় আমি সশ্রম কারাদণ্ডই ভোগ করেছি। আমার জীবনী সে-কথাই বলে।


এখন আমার পুরস্কার পাওয়ার পালা। এখন আমার মুক্তি আলোয় আলোয়, ঘাসে ঘাসে।


গত বছর ‘স্বাধীনতা পুরস্কার’ ও ‘মুক্তধারা ফাউন্ডেশন ( নিউ ইয়র্ক, আমেরিকা) আজীবন সম্মাননা’সহ অনেকগুলো পুরস্কার পেয়েছি। মনে হচ্ছে, চলতি বছরটিও খারাপ যাবে না।


বেকার মানুষ, পুরস্কার না পেলে খাবো কী? আমি তো আর এক মুখে খাই না।


কবি নির্মলেন্দু গুণের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com