শিরোনাম
যতো খুশি মদ খান কিন্তু রাস্তায় নামার আগে সাবধান
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪৪
যতো খুশি মদ খান কিন্তু রাস্তায় নামার আগে সাবধান
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হে আমার অভিনেতা-অভিনেত্রী মডেল আর মডেলাগণ!


আপনি বা আপনারা যতো খুশি মদ খান, যা খুশি করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাস্তায় নামার আগে সাবধান। মনে রাখবেন, বাংলাদেশের আইন অনুযায়ী মদ খেয়ে গাড়ি চালানো যাবে না। কা‌জেই আপ‌নি সেটা কর‌লে আ‌মি আপনার শা‌স্তি চাই‌বো।


আপনা‌দের জানা‌নোর জন্য ব‌লি, যদি মদ্যপ অবস্থায় কেউ গাড়ি চালায় তাহলে প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। দ্বিতীয় ও পরবর্তী সময়ে অনুরূপ অপরাধ করলে দুই বছরের কারাদণ্ড কিংবা এক হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। উভয়ক্ষেত্রেই চালকের লাইসেন্স স্থগিত করা হবে।


এই আইন অনুযায়ী কোনো দুর্ঘটনা না ঘটালেও শুধু মদ খেয়ে গাড়ি চালানোর অপরাধে কোরাইয়ার জেলে থাকা উচিত। এমন আইন থাকার পরও বাংলাদেশে যে অভিনেতা-অভিনেত্রী, মডেল-মডেলা কোরাইয়ার পক্ষে বলবেন, আমি তাঁর মুখে থুতু দেবো। আমার ম‌নে হয় আরও অনেকেই তা‌তে সা‌মিল হ‌বে।


কী ব‌লেন আপনারা?


শরীফুল হাসানের ফেসবুক থেকে


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com