শিরোনাম
প্রতিদিন যদি ওদের পাশে দাঁড়াতে পারতাম!
প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ১২:৩৬
প্রতিদিন যদি ওদের পাশে দাঁড়াতে পারতাম!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

খুব ভালো লাগছে। নিজেকে রাজা মনে হচ্ছে। প্রশান্তিতে মন ছুঁয়ে যাচ্ছে। ইস!... প্রতিদিন প্রতিবেলা যদি এমনি করে ওদের পাশে দাঁড়াতে পারতাম! সারাদিনের জন্য ভুলে গেছি লকডাউন, করোনাকাল, ডেল্টা ভ্যারিয়েন্ট আরো সব কতো কিছু। সামান্য ঝুঁকি তো ছিলই।



শতবর্ষী প্রাণের ঢাবি’র টিএসসি চত্ত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে শপথ হোক পুরো অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আগামীতেও এমনি করে দুঃস্থ মানুষের পাশে থাকার। এ কাজে লকডাউনের আইন ভাঙলে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সমর্থন শুধু নয় সাহায্যও পাওয়া যায়।



ধন্যবাদ মঙ্গল আলোয় ফাউন্ডেশন। নিরলস কাজ করে দুঃসময়টাকে মানুষের মন থেকে ভুলিয়ে দেয়ার জন্য। সাথে আছি সবসময়। জানি আপনার মনটাও আমাদের সঙ্গে গেঁথে আছে। সঙ্গেই থাকুন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com