শিরোনাম
বিপদের সময়ে সুবিধাভোগীরা সাথে থাকবেতো?
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:১৪
বিপদের সময়ে সুবিধাভোগীরা সাথে থাকবেতো?
আলাউদ্দিন আহমেদ চৌধূরী
প্রিন্ট অ-অ+

সর্বোচ্চ পর্যায় থেকে ৫/৬ বছর যাবত বলা হচ্ছে নেতা নির্বাচনে পারিবারিক ঠিকুজি নিতে। কিন্তু এমপি, মন্ত্রী এবং ঢাকার একাংশের মেয়রসহ অন্যান্য মেয়র, চেয়ারম্যান ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর নেতা নির্বাচনে দেখি BNP-jamayet- “freedom party'র সক্রিয় সমর্থক এবং নেতাদের সক্রিয় শক্তিশালী অবস্হান। তৃণমূলের কথা নাই বা বললাম। কারণ তৃণমূল সবসময় কেন্দ্রকেই অনুসরন করে।


এটা বলার কারণে বিপদগ্রস্হ হবার কথা আমি কখনো ভাবি না। কারণ শিশুকালেই জয় বাংলা শ্লোগানের সাথে রাজপথের সাথে পরিচিতি। ১৯৭৫ পরবর্তীতে কঠিন বিপদসংকুল পরিস্থিতিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুজিব হত্যার বদলা নিতে জীবন বিপন্ন করে রাজপথে নেমেছি।


ছাত্ররাজনীতির পর BCS (Admn) ক্যাডার পদে ১৮ বছর (১২ বছর সভানেত্রীর ব্যাক্তিগত কর্মকর্তাসহ) চাকুরীর পর Deputy Secretery হিসেবে ২০০৭ সালে নেত্রীকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে গৃহিত পদক্ষেপের প্রতিবাদ করে CIVil service এ চাকুরী থেকে বাংলাদেশে পদত্যাগ করার একমাত্র উদাহারণ সৃষ্টিকারি আমার প্রশ্ন বিপদের (আল্লাহ না করুক যদি কখনো বিপদ আসে) সময়ে আজকের সুবিধাভোগী যারা তারা সাথে থাকবেতো?


আলাউদ্দিন আহমেদ চৌধূরীর ফেসবুক থেকে


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com