শিরোনাম
একুশের গ্রেনেড হামলা ছিলো আ.লীগ নেতৃত্বকে উড়িয়ে দেয়ার
প্রকাশ : ২১ আগস্ট ২০২০, ১২:৫৪
একুশের গ্রেনেড হামলা ছিলো আ.লীগ নেতৃত্বকে উড়িয়ে দেয়ার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একুশের ভয়াবহ গ্রেনেড হামলা ছিলো মুজিব কন্যা শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্বকে উড়িয়ে দেয়ার বর্বরতা। আইভি রহমান সহ কত প্রাণের রক্তে ভেসেছে সেদিনের বঙ্গবন্ধু এভিনিউ! দেশ বিমর্ষ স্তম্ভিত হয়েছিলো। হাসপাতাল গুলিতে ঠাই নাই ঠাই নাই অবস্থা।


ঘটনার খবর পেয়ে গিয়ে দেখি রক্তাক্ত পথে মানুষের লাশ, চারদিকে আর্তনাদ!সেই দিনের বর্ণনা দেবার মতোন নয়।পরদিন সচিবালয়ে কোন মন্ত্রী যাননি। বিশ্ব নেতৃত্বও শোকার্ত উদ্বিগ্ন ছিলেন। কিন্তু এর পরেই বিএনপি নেতাদের অশ্লীল বক্তব্য সংসদের ভিতরে বাইরে। এমন ভয়ংকর ঘটনা নিয়ে সংসদেও আলোচনা হয়নি।


বিচারের পথে, তদন্তের পথে না গিয়ে জজমিয়ার নির্লজ্জ নাটক সাজিয়েছিলো! এই ঘটনা সমঝোতার রাজনীতিকেও হত্যা করেছিলো।সেটি ছিলো সংসদীয় সমঝোতার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। একেকটা ভয়ংকর ষড়যন্ত্র হত্যাকাণ্ড ঘটায় কিছু মানুষ আর তার পাপের শাস্তি বহন করে জাতি। ৭৫'র পর এটাই ছিলো ভয়ংকর রাষ্ট্রীয় সন্ত্রাস।


সেদিন সারাদেশ প্রশাসন সহ ছিলো বিএনপি জামাত আর আজ আওয়ামী লীগ! কত বছরের পার্থক্য?


পীর হাবিবুর রহমানের ফেসবুক থেকে


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com