শিরোনাম
স্বাস্থ্যখাতের ব্যর্থতা ঢাকতে নানা ছলনা স্বাস্থ্য বিভাগের
প্রকাশ : ১২ এপ্রিল ২০২০, ২০:২৭
স্বাস্থ্যখাতের ব্যর্থতা ঢাকতে নানা ছলনা স্বাস্থ্য বিভাগের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যখাতের ব্যর্থতা ঢাকতে স্বাস্থ্য বিভাগ প্রথম থেকেই বার বার নানা ছলনার আশ্রয় নিচ্ছে। নেত্রীকে বুঝায় সব ঠিক আছে। দেশবাসীকে বলে “situation under control|”


প্রথমে শুনলাম পি পি ই নাই । পরে বলে ডাক্তার নাই । ICU and Ventilator support আদৌ কতটুকু আছে তা আসছে দিনগুলোতে বোঝা যাবে।


কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে প্রথম থেকেই করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে dedicatedly. কিন্তু এখন সেই হাসপাতালেও নাকি ডাক্তার কাজ করেনা । তাই কয়েক জনকে কোনো তদন্ত ছাড়াই বরখাস্ত করে দিল।


কথা আমার পরিষ্কার। যদি কোনো ডাক্তার যথোপযোগী চিকিৎসা উপকরণ পেয়ে ও চিকিৎসা দিতে অনাগ্রহ প্রকাশ করে তাহলে তদন্ত সাপেক্ষে বিচার এর মুখামুখি তাকে হতে হবে । সাথে সাথে এই ভয়াবহ মহামারী প্রতিরোধে এখন পর্যন্ত প্রশাসনের উপর থেকে নীচ পর্যন্ত যে সকল হেয়ালীপনা করা হয়েছে , সেটারও সঠিক তদন্তপূর্বক সকলকে বিচার এর মুখামুখি হতে হবে। যদিও বা সে হয় স্বাস্থ্য মহাপরিচালক অথবা স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী।


তুষার এনায়েতের ফেসবুক থেকে পাওয়া


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com