শিরোনাম
মেনন পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চান না কেনো?
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৯, ২১:৩৯
মেনন পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চান না কেনো?
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবীণ চীনা বাম রাশেদ খান মেনন হঠাৎ রাজনীতির ময়দানে সাক্ষ্য দিলেন একাদশ নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি! তিনি এজন্য এখন দ্রোহ করে উঠলেন কেনো? ২০১৪ সালের ৫ জানুয়ারি তিনি মতিঝিলে জেপির আব্দুর রহিমকে প্রত্যাহার করিয়ে যখন এমপি হয়ে মন্ত্রী হলেন তখন কি ভোটে নির্বাচিত হয়েছিলেন? জনগণ ভোট দিয়েছিলো? এবার এখন এসে মেননের এই বিদ্রোহ অভিযোগের কারণ কি?


১. তিনি কি ক্যাসিনো বিতর্ক থেকে নিজের ইমেজ রক্ষার কৌশল নিয়েছেন? ক্যাসিনো বাজিকররা আটক হয়ে জিজ্ঞাসাবাদে কি তাকে মাসোহারাদানের তথ্য দিয়েছে? যেটি এখন প্রধানমন্ত্রীর হাতে? তাই তার এসব চতুর বক্তৃতা?


২. মেনন কি মন্ত্রীত্ব না পাবার বেদনা থেকে আর্তনাদ করছেন?
৩. রাশেদ খান মেনন কি কোনো ষড়যন্ত্রের পথে পা দিয়েছেন, নাকি কোনো আলামত টের পেয়েছেন?
৪. রাশেদ খান মেনন কি বিবেক তাড়িত হয়ে গ্লানি থেকে সত্য কথা বলছেন?


শেষেরটা যদি সত্যি হয় তাহলে তিনি ১৪দল বা মহাজোটের সাথে সম্পর্ক ছিন্ন করে সংসদ থেকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইছেন না কেনো?


মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে যতো সুযোগ সুবিধা নিয়েছেন তা ফিরিয়ে দেবার ঘোষণা দিচ্ছেন না কেনো?
এ বিষয়ে আওয়ামী লীগসহ ১৪ দলের বক্তব্য আসা জরুরী।


বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানেরফেসবুক থেকে নেয়।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com