শিরোনাম
প্রেম ও দ্রোহের কবির আজ চলে যাওয়ার দিন
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৯, ১৬:৩৮
প্রেম ও দ্রোহের কবির আজ চলে যাওয়ার দিন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুমিল্লার বিরজা সুন্দরীর কথায় অনসন ভঙ্গ করেন তিনি|প্রেম ও বিয়ে করেন এই কুমিল্লাতে|তার প্রেম ও দ্রোহের শহর ছিল কুমিল্লা| এখানে শচীন দেব বর্মণের সঙ্গে সুরের ঝঙ্কার তুলতেন|কবি নজরুলের আজ চলে যাওয়ার দিন।


একদিকে ছিল তার শ্যামা সংগীত আরেক দিকে ইসলামী গান। তিনি লিখেছেন, ‘বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির।’


আবার তিনিই লিখেছেন, ‘আলগা করো গো খোঁপার বাঁধন। দিল ওহি মেরা ফাস গ্যেয়ি। বিনোদ বেণীর জরীণ ফিতায় আন্ধা ইশক মেরা বাছ গ্যেয়ি।’


একইভাবে লিখেছেন, ‘শাওন ও রাতে যদি স্মরণে আসে মোরে। বাহিরে ঝড় বহে, নয়নে বারি ঝরে।’


‘গভীর নিশীথে ঘুম ভেঙ্গে যায়, কে যেন আমারে ডাকে সে কি তুমি, সে কি তুমি?’


‘আমার নহে গো- ভালোবাস শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে গান হ’লে অবসান।’


‘মোর পিয়া হবে এসো রানী দেবো খোঁপায় ফুল’


আবার তিনিই বলেছেন- ‘চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজাধিরাজ কাল সে ভিক্ষা চায়।’ একজন বন্দীর মুক্তি দাবি করে তিনি লিখেছেন- ‘কারার ঐ লৌহ কপাট, ভেঙ্গে ফেল, কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।’


নারী পুরুষের সম-অধিকারের আলোকে লেখেন ‘মাথার ঘোমটা ছিড়ে ফেল নারী, ভেঙ্গে ফেল ও শিকল।’


একই কবির অসাম্প্রদায়িক চেতনার শব্দচয়ন ছিল- ‘মোরা একই বৃন্তে দু’টি কুসুম হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। সাড়ে তিন হাজারের বেশি সংগীত রচনা করেছিলেন নজরুল। শেষ দিনগুলো কবির ছিল অভিমানী জীবন। তাইতো তিনি লিখেছেন- ‘আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদিনের জন্য চলে যাব।’


তিনি চলে গেছেন। বলে গেছেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না। কোলাহল করি সারা দিনমান কারো ধ্যান ভাঙিবো না।’


নঈম নিজামের ফেসবুক থেকে পাওয়া


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com