শিরোনাম
সিলেট চেম্বারের প্রশাসক অকার্যকর: রুল জারি
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৯:৫৪
সিলেট চেম্বারের প্রশাসক অকার্যকর: রুল জারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ইলেকশন আপিল বোর্ডের প্রশাসককে অকার্যকর করা হয়েছে। প্রশাসক নিয়োগ কেন অবৈধ ও বেআইনী হবে না এম মর্মে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইাকোর্ট।


সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র মেম্বার (এ-৬১২)-এর করা রিট পিটিশনের (নং-৮৭৬৫/২০১৯) আদেশে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি সনিয়া সরদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার (৬ আগস্ট) এ রুল জারি করেন। রুল জারির ২৮ দিনের মধ্যে কারণ দর্শাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।


যাদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে তারা হচ্ছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরিচালক ট্রেড অরগানাইজেশন, বাণিজ্য মন্ত্রণালয়ের (টি,ও-১ অধিশাখা) ডেপুটি সেক্রেটারি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রশাসন কর্তৃক উত্তরকৃত সেক্রেটিয়েন্ট,সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বোর্ড অব ডিরেক্টরস ইলেকশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।


বিবার্তা/খলিলুর রহমান/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com