শিরোনাম
ইস্টার্ন ক্যাবলসকে আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী
প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ০৯:১৩
ইস্টার্ন ক্যাবলসকে আধুনিকায়ন করা হবে: শিল্পমন্ত্রী
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ইস্টার্ন ক্যাবলস কারখানা আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।


চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের কারখানা শনিবার পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।


শিল্পমন্ত্রী বলেন, ইস্টার্ন ক্যাবলস লিমিটেড যাতে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেই উদ্যোগ গ্রহণ করা হবে। মূলধন, টেন্ডারে অংশগ্রহণ ও ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা হবে।


তিনি বলেন, ১৯৬৭ সালে নির্মিত এই কারখানাটি এখনো চলমান আছে। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই প্রতিষ্ঠানটির সুদিন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


এর আগে শিল্পমন্ত্রী ইস্টার্ন ক্যাবলস কারখানা পরিদর্শন করেন।


ইস্টার্ন ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী উষাময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মিজানুর রহমান।


পরে তিনি আগ্রাবাদে অবস্থিত শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com