শিরোনাম
ডিএসসিসির উন্নয়নে বিশ্বব্যাংক দেবে ১০ কোটি ডলার
প্রকাশ : ২৯ মে ২০১৯, ১৫:২৬
ডিএসসিসির উন্নয়নে বিশ্বব্যাংক দেবে ১০ কোটি ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পাশ্ববর্তী চারটি এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ বাসযোগ্য উপশহর গড়তে বিশ্বব্যাংক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ১০ কোটি পাঁচ লাখ ডলার আর্থিক সহযোগিতা দেবে।


এলাকাগুলো হলো কামরাঙ্গীর চর, লালবাগ, সুত্রাপুর-নয়াবাজার-গুলিস্তান, খিলগাঁ-মুগদা-বাসাবো।


প্রকল্পের আওতায় এসব এলাকার ১০ লাখ লোক প্রত্যক্ষ সুবিধা ভোগ করবেন।


রাজধানীর শেরেবাংলা নগরে একনেক-২’র সম্মেলন কক্ষে বুধবার এ ব্যাপারে এক চুক্তি সই হয়েছে।


অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব জাহিদুল হক ও বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডাইরেক্টর জাহিদ হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সমিতির আওতায় আগামী ৩০ বছরের মেয়াদে শতকরা শুন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ও ১ দশমিক ২৫ শতাংশ সুদে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


প্রকল্পের আওতায় চারটি এলাকায় নাগরিক সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়ন করা হবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com