শিরোনাম
১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
প্রকাশ : ২৬ মে ২০১৯, ২৩:০৬
১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধের সুবিধার্থে আগামী ১ ও ২ জুন ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


রবিবার তফসিলি ব্যাংকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।


নির্দেশনায় বলা হয়েছে, রফতানি বাণিজ্য সচল রাখতে ১ জুন শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) ও ২ জুন রবিবার (পবিত্র শবে কদরের ছুটি) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করণে খোলা রাখতে হবে।


এতে আরো বলা হয়েছে, আগামী ১ জুন শনিবার পূর্ণ দিবস (সকাল সাড়ে ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত) এবং ২ জুন রবিবার (সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত-লেনদেন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত) খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হলো। চিঠিটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com