শিরোনাম
এবার হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত প্যানাসনিকের
প্রকাশ : ২৩ মে ২০১৯, ১২:১১
এবার হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত প্যানাসনিকের
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাপানের ইলেক্ট্রনিক্স কোম্পানি প্যানাসনিক জানিয়েছে, তারা চীনা কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা স্থগিত করেছে।


নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে নিষিদ্ধ করার পর বৃহস্পতিবার প্যানাসনিকের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হলো। এটি হুয়াওয়ের জন্য আরেকটি বড় আঘাত।


প্যানাসনিকের মুখপাত্র জোয়ে ফ্লিন বলেন, আমরা হুয়াওয়ে এবং এই গ্রুপের ৬৮টি কোম্পানির সাথে সকল ইলেক্ট্রনিক্স ব্যবসা বন্ধ করেছি। মার্কিন সরকার এই কোম্পানিগুলোকে নিষিদ্ধ করায় এমন পদক্ষেপ নেয়া হলো।


ফ্লিন বলেন, হুয়াওয়ের সাথে প্যানাসনিকের ‘ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ’ সরবরাহের ব্যবসা রয়েছে।
তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১৫ মে হুয়াওয়েকে ‘এনটিটি লিস্ট’ এ অন্তর্ভূক্ত করেছে। যার ফলে এই প্রতিষ্ঠানটি আর মার্কিন কোনো প্রতিষ্ঠান থেকে লাইসেন্স ছাড়া প্রযুক্তিগত সহায়তা নিতে পারবে না।


পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বেশ কিছুদিন ধরেই সমালোচনার সম্মুখীন হচ্ছে হুয়াওয়ে।


হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে চীন তাদের নাগরিকদের ওপর নজরদারি করছে, এমন সন্দেহ পোষণ করা হয়েছে বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে। তবে হুয়াওয়ে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com