শিরোনাম
চাল আমদানিতে কর ভার ৫৫ শতাংশে উন্নীত
প্রকাশ : ২২ মে ২০১৯, ১৯:১২
চাল আমদানিতে কর ভার ৫৫ শতাংশে উন্নীত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাল আমদানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করভার কর ৫৫ শতাংশে উন্নীত করেছে। যা আজ থেকেই কার্যকর হবে।


বুধবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে এটি আপলোড করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি শুল্ক ২৫ শতাংশ বহাল রেখে রেগুলেটরি ডিওটি ৩ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৫ শতাংশ করা হয়েছে। একই সাথে এ সকল পণ্যের ওপর ৫ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করা হয়েছে। চাল আমদানির ক্ষেত্রে মোট করভার ৫৫ শতাংশ উন্নীত করা হয়েছে।


এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, চলতি ২০১৮-২০১৯ অর্থবছরে ১০ মাসে প্রায় ৩ লাখ ৩ হাজার মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে। এতে দেশের কৃষকরা উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে চাল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যার ফলে প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন।


কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী চালের ওপর আমদানি শুল্ক কর বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি। সূত্র: ইউএনবি


বিবার্তা/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com