শিরোনাম
নতুন নোট বিনিময় শুরু
প্রকাশ : ২২ মে ২০১৯, ১৫:০৮
নতুন নোট বিনিময় শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু করা হয়েছে। বুধবার থেকে নতুন নোট বিনিময় শুরু করে বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের অফিসগুলোতে এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় শুরু হয়। যা চলবে ৩০ মে (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) পর্যন্ত।


ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হচ্ছে।


এবার একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।


বাংলাদেশ ব্যাংক ব্যতীত যেসব বাণিজ্যিক ব্যাংকে শাখা থেকে নতুন টাকা পাওয়া যাবে এগুলো হলো- ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব করপোরেট শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড করপোরেট শাখা, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, দি প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণী শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, প্রাইম ব্যাংকের এলিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com