শিরোনাম
বন্দর ও টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের
প্রকাশ : ০৯ মে ২০১৯, ০৯:৫৪
বন্দর ও টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি পোর্ট অপারেটর অ্যান্ড ইনভেস্টমেন্ট গ্রুপ ‘রেড সি গেটওয়ে টার্মিনাল’ (আরএসজেটি) বাংলাদেশের চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং টার্মিনাল খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরীর সঙ্গে বুধবার মন্ত্রণালয়ের সভা কক্ষে আরএসজেটির সহযোগী পরিচালক হাসান আল তাহাত সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করেন।


প্রতিমন্ত্রী সৌদি বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের বন্দর ও টার্মিনাল খাতে সৌদি আরবের বিনিয়োগ একটি মাইলফলক হয়ে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো বেশি শক্তিশালী হবে।


এ সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুস সামাদ এবং সৌদি আরবে বাংলাদেশে দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।- বাসস


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com