শিরোনাম
‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:২২
‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা, বরিশাল ও যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে দুই দিন ব্যাপী ‍‌‍‌মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক কর্মশালা ২৬-২৭ এপ্রিল ২০১৯ খুলনা জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।


তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। মাদক, অর্থপাচার ও সন্ত্রাসবাদের মতো অপরাধের মূল চালিকাশক্তি অবৈধ অর্থ। এই অর্থ যাতে কেউ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ করতে না পারে সে ব্যাপারে ব্যাংক কর্মকর্তাদের অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে। তিনি মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে জোন ও শাখার এন্টি মানিলন্ডারিং পরিপালন কর্মকর্তাদের আরো বেশি সতর্কতার সাথে কাজ করার আহ্বান জানান। কর্মশালায় খুলনা, বরিশাল ও যশোর জোনের শাখাসমূহের ব্যবস্থাপক, নির্বাহী-কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com