শিরোনাম
ভূমি অধিগ্রহণ
পায়রায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের প্রশিক্ষণ
প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৭:২৭
পায়রায় ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারের প্রশিক্ষণ
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


পায়রা বন্দর কর্তৃপক্ষ আয়োজনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র- র্ডপ-এর সহযোগিতায় বুধবার সকালে পায়রা বন্দর ওয়্যারহাউজ’র সভা কক্ষে প্রশিক্ষণ শুরু হয়।


ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের যোগ্যতানুয়ায়ী ৩৫ টি ট্রেডে প্রশিক্ষণের অংশ হিসেবে তৃতীয় পর্যায়ে এ প্রশিক্ষণে কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।


উপ-সচিব ও যুগ্ম পরিচালক (এস্টেট) পায়রা বন্দর কর্তৃপক্ষ খন্দকার নূরুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস, পরিচালক (অর্থ ও প্রশাসন) র্ডপ-এর হায়দার আলী খান, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবু সালেহ প্রমুখ।


এসময় প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যসহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডর্প’র টিম লিডার (প্রশিক্ষণ) জেবা আফরোজ।


পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশেই প্রথম এই সরকার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের জমির তিনগুণ মূল্য পরিশোধ, আবাসন সুবিধা প্রদান করেছে। এখন ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মক্ষম করার উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে ৪২০০ পরিবারকে ৩৫ টি টেডে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।


তিন মাসব্যাপী তিন শত পঞ্চাশ জন ক্ষতিগ্রস্তদের উন্নত প্রযুক্তিতে বয়লার, কোয়েল, টার্কি পালন, মৎস্য চাষ ও মৎস্য আহরণের প্রশিক্ষণ দেয়া হবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।


বিবার্তা/উত্তম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com