শিরোনাম
শনিবার পর্দা নামছে বাণিজ্য মেলার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৩
শনিবার পর্দা নামছে বাণিজ্য মেলার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শনিবার পর্দা নামছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। এদিন আনুষ্ঠানিক সমাপনীর ঘোষণা করবে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সারাদিনই ছিল বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল।


এ কারণে মেলা কর্তৃপক্ষ ইতোমধ্যে মাইকে ঘোষণা করেছে, দীর্ঘক্ষণ যারা মেলায় অবস্থান করছেন এবং কেনাকাটা শেষ করেছেন, তারা অনুগ্রহ করে মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান।


রাজধানীর আজিমপুর থেকে আসা জহির নামে এক চাকরিজীবী বলেন, মেলা শেষ হয়ে যাচ্ছে, নানা কারণে মেলায় আসতে পারিনি। আজ না আসলে তো আর এ বছর বাণিজ্য মেলায় আসর সুযোগই পাব না। তাই আসলাম।


এবার দেশীয় পণ্যের দিকে ক্রেতার বেশ আগ্রহ দেখা গেছে। বাংলাদেশ পাটকল করপোরেশন, ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় পাট পণ্যের বহুমুখীকরণ প্রতিষ্ঠান জেডিপিসি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়ক সরকারি প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের নেয়া স্টলগুলোতে দেখা গেছে বেশ ভিড়। এতে পাট ও পাটজাত ব্যাগ, কুশন কভার পিলো কভার, পর্দা, ওয়াল ম্যাট, টেবিল ম্যাট, পাঠের তৈরি স্যুট, জুতাসহ বিভিন্ন পণ্য কিনতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে ক্রেতাদের।


উল্লেখ্য, এবারের মেলায় প্যাভিলিয়ন, মিনি-প্যাভিলিয়ন, রেস্তোরাঁ ও স্টলের মোট সংখ্যা ৬০৫টি। এর মধ্যে প্যাভিলিয়ন ১১০টি, মিনি-প্যাভিলিয়ন ৮৩টি ও রেস্তোরাঁসহ অন্যান্য স্টল ছিল ৪১২টি। বাংলাদেশ ছাড়াও ২৫টি দেশের ৫২ প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ৯ জানুয়ারি শুরু হয় বাণিজ্য মেলা। ৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও একদিন মেলার সময় বাড়ানো হয়।


বিবার্তা/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com