শিরোনাম
ব্যাংকখাত নিয়ে সিপিডির মন্তব্য রাজনৈতিক : অর্থমন্ত্রী
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:২৮
ব্যাংকখাত নিয়ে সিপিডির মন্তব্য রাজনৈতিক : অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যাংকখাত নিয়ে সিপিডির মন্তব্য রাজনৈতিক। আর ঋণ দেবার ক্ষেত্রে ব্যাংকারদেরও দায় কম নয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, প্রবৃদ্ধি হলেও কাঙ্ক্ষিত কর্মসংস্থান হচ্ছে না । ৭৫০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।


আওয়ামী লীগ সরকারের গত ৯ বছরে দেশের ব্যাংকখাত থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লুটপাটের যে তথ্য প্রকাশ করেছে সিপিডি তাকে রাজনৈতিক বক্তব্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।


উল্লেখ্য, গত শনিবার ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ‘বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে আমাদের করণীয় কী’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেখানে অনিয়ম ও দুর্নীতির কারণে গেল এক দশকে ব্যাংক থেকে ২২ হাজার ৫০২ কোটি টাকা লোপাট হয়েছে বলে জানানো হয়। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত সরকারি-বেসরকারি ১৪টি ব্যাংকের মাধ্যমে এসব অর্থ খোয়া গেছে বলে উল্লেখ করা হয়।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com