শিরোনাম
দশ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে এক কোটি ১৩ লাখ টাকা
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:২২
দশ বছরে অর্থমন্ত্রীর সম্পদ বেড়েছে এক কোটি ১৩ লাখ টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০১৮-১৯ অর্থবছরের আয়কর বাবদ দুই লাখ ২৭ হাজার ৯২১ টাকা রিটার্ন দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দশ বছর আগে অর্থমন্ত্রীর সম্পদের পরিমাণ ছিল এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার টাকা। এখন সম্পদের পরিমাণ দুই কোটি ২৮ লাখ ১৫ হাজার টাকা। দশ বছরে সম্পদ বেড়েছে ১ কোটি ১৩ লাখ টাকা।সোমবার বিকেলে সচিবালয়ে তিনি আয়কর রিটার্ণ দেন।


অর্থমন্ত্রী বলেন, “দশবছর ধরে অনলাইনে কর দিচ্ছি, এখন অনুভুতি ভালো। বদনাম ঘুঁচেছে যে কর দেই না। ‍২০০৮-১০ সালে সাধারণ মানুষ ট্যাক্স অফিসারকে পছন্দ করতো না। তারা মনে করতো, করের জালে আটকে পড়বে। কিন্তু এখন সেই ধারণা আর নেই।”


তিনি বলেন, “সরকার জনসেবার জন্য অর্থ সংগ্রহ করে। কর ব্যবস্থায় স্বচ্ছতা বেড়েছে। আগে তেমন স্বচ্ছতা ছিল না। এজন্য কর সংগ্রহ ভালো। বর্তমানে ৩৮ লাখ মানুষ কর দিচ্ছে। এক কোটি হতে বেশি বাকি নেই। বাজেটটাও বড় হয়েছে। আগামী অর্থবছরে ৫ লাখ কোটি টাকা হবে। ১৯৫৫ সালে আমি প্রথম ট্যাক্স রিটার্ণ দেই।”


২০১০ সাল থেকে অনলাইনে আয়কর দেন অর্থমন্ত্রী। সারাদেশে এই কার্যক্রম চলমান রয়েছে।নভেম্বরের শেষ দিন সরকারি ছুটির কারণে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল করা যাবে।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com