শিরোনাম
ওয়ার্ল্ড ইনভেস্টর উইক উপলক্ষে চট্টগ্রামে সেমিনার
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৮, ১৫:৩৩
ওয়ার্ল্ড ইনভেস্টর উইক উপলক্ষে চট্টগ্রামে সেমিনার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০১৮ উদযাপন উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইনভেস্টর প্রোটেকশন ইন দি ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। চিটাগাং স্টক এক্সচেঞ্জের আয়োজনে ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ।


ড. সেলিম তার প্রবন্ধে বলেন, বিনিয়োগকারীরা আর্থিক ও পুঁজিবাজারের স্তম্ভ এবং তারাই বাজারের কার্যকলাপের সীমারেখা নির্ধারণ করেন। বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে অর্থযোগান দিয়ে জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরো বলেন, বিনিয়োগের নিরাপত্তা এবং জাতীয় অর্থনীতিতে মূলধনের বৃহত্তর প্রবাহ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক পরিবেশের সুরক্ষা কর্পোরেট রেগুলেশনের উপর নির্ভর করে।


সম্মেলনে স্টক মার্কেটে মধ্যস্থতাকারী ও উন্নয়ন পেশাজীবীসহ দুই শতাধিক বিনিয়োগকারী অংশগ্রহণ করেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com