শিরোনাম
ইন্দোনেশিয়ায় ১শ’ কোটি ডলারের ঋণের প্রস্তাব বিশ্বব্যাংকের
প্রকাশ : ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫৬
ইন্দোনেশিয়ায় ১শ’ কোটি ডলারের ঋণের প্রস্তাব বিশ্বব্যাংকের
বাণিজ্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার জন্য একশ কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক হাজার লোক মারা গেছে।


বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে রবিবার এ কথা জানান। বালিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


গত ২৮ সেপ্টেম্বর ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প ও এর প্রভাবে বড় একটি সুনামিতে সুলাওয়েসি দ্বীপের পালু নগরী লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ২ হাজারের বেশি লোকের মৃত্যু ও আরো কয়েক হাজার নিখোঁজ হয়। নিখোঁজ সকলেই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


নিহতদের সন্ধানে তল্লাশি অভিযানের সমাপ্তি ঘোষণার পর উদ্ধারকর্মীরা একপক্ষ ধরে ধ্বংসস্তুপ অপসারণ করছে। ৫ হাজারের মতো লোক নিখোঁজ রয়েছে। এদের আর কখনোই সন্ধান পাওয়া নাও যেতে পারে।


জর্জিয়াভা বলেন, শুধু ইন্দোনেশিয়ার পুনর্গঠনেই নয়, উপরন্তু দেশটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেও ব্যাংক এই ঋণ দিতে ইচ্ছুক। এর মাধ্যমে দেশটি ভবিষ্যত দুর্যোগ মোকাবেলায়ও ভালভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে।


পালুতে এই দুর্যোগে প্রায় ৯০ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে। গৃহহীন মানুষদের স্থায়ী আবাসন তৈরি করে দিতে দুই বছর লেগে যেতে পারে।


ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, ২ লাখ মানুষের জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার প্রয়োজন। সাড়ে ৩ লাখ জনসংখ্যার নগরে ত্রাণ সহায়তা পৌঁছতে শুরু করেছে। প্রাথমিকভাবে ত্রাণ তৎপরতা মন্থর গতিতে চলছিল।


ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতী বিশ্বব্যাংকের এই ঋণ সহায়তার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com