শিরোনাম
জ্যাক মা’কে টপকে এশিয়ায় শীর্ষ ধনী মুকেশ আম্বানী
প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১০:৫২
জ্যাক মা’কে টপকে এশিয়ায় শীর্ষ ধনী মুকেশ আম্বানী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ব্যক্তিগত সম্পদের নিরিখে ভারতের মুকেশ আম্বানী এবার টপকে গেলেন চীনের ই-কমার্স জায়ান্ট ‘আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা’কে।


ব্লুমবার্গের বিলিয়নেয়ার্স ইনডেক্স বা কোটিপতি সূচক জানাচ্ছে, ভারতের বেসরকারি তেল শোধনাগার থেকে শুরু করে টেলিকমিউনিকেশন ব্যবসার নেতৃত্বে থাকা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশের ব্যক্তিগত সম্পদের পরিমাণ শুক্রবার পর্যন্ত ছিল ৪ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলার।


আর বৃহস্পতিবার পর্যন্ত জ্যাক মা’র সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।


চলতি বছর রিলায়েন্স পেট্রোকেমিক্যাল পরিশোধন ক্ষমতা বাড়ায় আম্বানির সম্পদ বেড়েছে চারশো কোটি ডলার এবং তার টেলিযোগাযোগ কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের সাফল্য এসেছে নজর কাড়ার মতো।


অপরদিকে চলতি বছর আলিবাবার কর্ণধার জ্যাক ১৪০ কোটি ডলার লোকসান করেছেন। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com