শিরোনাম
‘সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে’
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ০২:৪৫
‘সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করবে’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারা আইটি, পাওয়ার ও হাউজিং সেক্টরে বিনিয়োগ করবে।


গতকাল বুধবার ঢাকায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি সিঙ্গাপুরকে বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু ও ব্যবসায়ীক অংশীদার হিসেবে উল্লেখ করেন।


তোফায়েল আহমেদ বলেন, সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।


তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে ৫০০ একর জমি বরাদ্দের কথা বলেছেন। সিঙ্গাপুরের বিনিয়োগ সন্তোষজনক হলে জমির পরিমান আরো বৃদ্ধি করা হবে।


বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের চলমান বাণিজ্য চার বিলিয়ন মার্কিন ডলারের বেশি। আগামী দিনগুলোতে বাণিজ্যের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। এখন বাংলাদেশের ১৫০টির বেশি কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য করছে।


বাণিজ্যমন্ত্রী বলেন, সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ব্যবসায়ীগণ ৭-১৩ জুলাই বাংলাদেশ সফর করছে। তারা বাংলাদেশের ব্যবসার পরিবেশ, বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ গুলোর সাথে মতবিনিময় বলেছেন। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ইন্ডিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সফররত বিজনেস ডেলিগেশনের ডেপুটি চিফ প্রাসুন মুখার্জী, বাংলাদেশ বিজনেস চেম্বার অফ সিঙ্গাপুর এর প্রেসিডেন্ট মোহা. শহিদুজ্জামান, ফেডারেশনের এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর কোডি লি, ডিরেক্টর আলান টান, এ্যসিসটেন্ট ম্যানেজার মার্ক ইয়ো, সিঙ্গাপুরস্থ বিএফএন ফুডস লি. এর চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ বাবুল আক্তারসহ প্রমুখ।


বিবার্তা/খলিল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com