শিরোনাম
নজরদারিতে ইনকিলাব সম্পাদকের ব্যাংক হিসাব
প্রকাশ : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৫
নজরদারিতে ইনকিলাব সম্পাদকের ব্যাংক হিসাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সেই অর্থ বিদেশে পাচার এবং দেশত্যাগের আশংকায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিনের ব্যাংক হিসাব নজরদারিতে আনার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সরকারবিরোধী চক্রান্ত পরিকল্পনার আশংকা করে অর্থমন্ত্রনালয়কে অবগত করেছে কেন্দ্রীয় ব্যাংক।


দেশের স্থাবর সম্পত্তি বিক্রির অর্থ বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়া বিদেশে পাঠানোর সুযোগ নেই। তাই ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন নিজের এবং পৈত্রিক সম্পত্তি বিক্রি করে সেই অর্থ যাতে দেশের ব্যাংকিং সিস্টেম ব্যবহারের মাধ্যমে বৈধ ব্যাংকিং কার্যক্রমের আড়ালে বিদেশে পাচার না করতে পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।


বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের অপারেশনাল হেড দেবপ্রসাদ দেবনাথ স্বাক্ষরিত চিঠিতে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত কার্যক্রম যথাযথভাবে মনিটরিংয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা অপারেশনস এবং বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগকে অনুরোধ জানানো হয়।


বিবার্তা/মৌসুমী/হুমায়ুন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com