শিরোনাম
‘পুঁজিবাজার চাঙ্গা করতে শিগগিরই পদক্ষেপ’
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৬:৪৮
‘পুঁজিবাজার চাঙ্গা করতে শিগগিরই পদক্ষেপ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের পুঁজিবাজার চাঙ্গা করতে সরকার শিগগিরই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী মাসে বাজেট ঘোষণার পর পুঁজিবাজারের বড় বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে।


বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দীর্ঘমেয়াদি অর্থায়নবিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী।


টানা ১২ দিনের দরপতনে দেশের প্রধান দুই পুঁজিবাজারে ফের অস্থিতিশীলতার প্রেক্ষাপটে বাজেট ঘোষণার পরপরই পুঁজিবাজার চাঙ্গা করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে মুহিত বলেন, বাজেট প্রণয়নের পর পুঁজিবাজার চাঙ্গা করতে এ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বসব।


পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে অর্থমন্ত্রী বলেন, আগামীতে ব্যাংকিং খাত নয়, পুঁজিবাজারই হবে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম জায়গা। অর্থমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর এবং বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি কিমিয়াও ফান পুঁজিবাজার সংস্কারের তাগিদ দেন।


কিমিয়াও ফান বলেন, দেশের জন্য দীর্ঘমেয়াদি পুঁজিবাজার, একটি দীর্ঘমেয়াদি অর্থায়ন কৌশল গ্রহণ করতে হবে।


কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, অনেক উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশ মধ্য ও দীর্ঘমেয়াদি অর্থায়ন নিয়ে চ্যালেঞ্জের মুখে আছে। দীর্ঘমেয়াদি সঞ্চয় নিয়েও সমস্যা আছে।


এ সময় পুঁজিবাজারের সঙ্গে দীর্ঘমেয়াদি অর্থায়নের ক্ষেত্রে দেশের বন্ড মার্কেটের সম্ভাবনার কথাও তুলে ধরেন বিশেষজ্ঞরা।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com