শিরোনাম
বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ১৩ মে ২০১৮, ২০:২৬
বিসিক কর্মকর্তাদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রিজম প্রকল্প এবং ক্ষুদ্র ও কুটির প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট স্কিটি ও বিসিকের আয়োজনে ৫ দিনব্যাপী ‘প্রকল্প প্রণয়ন এবং মূল্যায়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স’ শুরু হয়েছে।


রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইন্সষ্টিটিউট মিলনায়তনে স্কিটির অনুষদগুলোর সদস্য এবং বিসিক কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্প প্রণয়ন, মূল্যায়নসহ বিভিন্ন কারিগরি বিষয় শেখানো হবে। এটি মূলত একটি প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোর্স। অনুষদ সদস্য এবং কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।


প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত এ প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছেন। ১৭ মে পর্যন্ত প্রশিক্ষণ কোর্স চলবে। প্রশিক্ষণ শেষে কর্মকর্তাদের মাঝে সনদ পত্র বিতরণ করা হবে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com