শিরোনাম
মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৩৮
মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গেষ্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা।


ব্যংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. সালেহ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মো. মাহবুব আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন, মীরসরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহাম্মদ চৌধুরী, কালু কুমার দে ও ব্যাংকের এজেন্ট ছানা উল্লাহ নিজামী। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বারৈয়ারহাট শাখা প্রধান মুহাম্মদ বোরহান উদ্দিন খান।


প্রধান অতিথির ভাষণে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এমপি বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আধুনিক ব্যাংকিং জগতে ইসলামী ব্যাংকের নতুন সেবা র্কাযক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ের মত আধুনিক ব্যাংকিং পদ্ধতি গ্রহণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com