শিরোনাম
জাপানি কোম্পানির সঙ্গে ইসলামী ব্যাংকের বৈঠক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩১
জাপানি কোম্পানির সঙ্গে ইসলামী ব্যাংকের বৈঠক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপানি কোম্পানি সাদোশিমা কর্পোরেশনের একটি প্রতিনিধিদল।


ব্যাংকের প্রধান কার্যালয়ে সোমবার বিকেলে দলটির সদস্যদের সঙ্গে নির্বাহীদের বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে, ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব উল আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুর রহমান, মোহাম্মদ আমিরুল ইসলাম ও মোহাম্মদ কায়সার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।


সাদোশিমা কর্পোরেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কাতসু সাদোশিমা, প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার তোশিও ইয়াদা, সিনিয়র ম্যানেজিং ডাইরেক্টর কোহেই সাদোশিমা, ডাইরেক্টর মিতসুরু তানাকা ও সিকোডো কোম্পানির প্রেসিডেন্ট ও এক্সিকিউটিভ ডাইরেক্টর দিলিপ কে শাহা।


এছাড়া, জালালাবাদ মেটাল লিমিটেডের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ও ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদ হোসেনও ওই বৈঠকে অংশ নেন।


উল্লেখ্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অর্থায়নে প্রতিষ্ঠিত জালালাবাদ মেটাল লিমিটেডে যৌথ বিনিয়োগে আগ্রহী কোম্পানি সাদোশিমা কর্পোরেশন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com