শিরোনাম
চলতি বছরেও ব্যাংকিং খাতে অনিশ্চয়তা : সিপিডি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৮, ১৬:৫৩
চলতি বছরেও ব্যাংকিং খাতে অনিশ্চয়তা : সিপিডি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০১৭-১৮ অর্থবছরের জাতীয় অর্থনীতির পর্যালোচনা উপস্থাপন করলো বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির পর্যালোচনা তুলে ধরা হয়।


এসময় সিপিডি'র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলতি বছরও ব্যাংক খাতের ঘটনাগুলোর কোনো নিরসন হবে বলে মনে হচ্ছে না। পাশাপাশি সংস্কারের বিষয়ে সরকারের সদিচ্ছায় সন্দেহ পোষণ করে তিনি বলেন, ২০১৭ সাল দেশে 'ব্যাংক কেলেঙ্কারির বছর' হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।


দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বেশ কিছুটা দুর্বল হয়ে গেছে, চাপের মুখে পড়েছে। এটা সামাল দিতে আমরা যে সংস্কারের কথা বলেছিলাম, তা সামনের দিকে এগোয়নি, বরং পেছনের দিকে গেছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ ব্যাংকিং খাত।


এদিন তার বক্তব্যে ২০১৭ সালে ব্যাংকিং খাতের বেশ কিছু ত্রুটি এবং অব্যবস্থাপনার বিষয় উঠে আসে। যেমন ব্যাংকে সঞ্চিতির ঘাটতি ও অপরিশোধিত ঋণ বেড়ে যাওয়া, অপরিশোধিত ঋণে গুটিকয়েক ব্যাক্তির প্রাধান্য সৃষ্টি, রাজনৈতিক বিবেচনায় অনুমতি দেয়া নতুন ব্যাংকগুলোর অকার্যকারিতা, ব্যাংকের মাধ্যমে টাকা পাচার ইত্যাদি।


এই পর্যালোচনা ছিলো চলতি অর্থবছরের প্রথম পর্যালোচনা। বছরে দু'-তিনবার দেশের অর্থনীতি নিয়ে পর্যালোচনা উপস্থাপন করে থাকে সিপিডি। এছাড়া ব্যাংক খাতের পাশাপাশি রোহিঙ্গা ও বন্যার বিষয়টি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে সংস্কার তথা সমাধান কল্পে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বমূলক ভূমিকার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com